ঝিনাইদহে পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা
প্রকাশ : ১২ মে ২০২৪, ১৮:২৫
ঝিনাইদহে পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে নুপুর খাতুন (১৫) নামে এক শিক্ষার্থী।


১২ মে, রবিবার দুপুরে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার সাবেক বিন্নি গ্রামে এ ঘটনা ঘটে। নুপুর ওই গ্রামের আসাদুল ইসলাম মন্ডলের মেয়ে ও দুর্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।


হরিণাকুন্ডুর চাঁদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য মো. শামীম হোসেন খবরের সত্যতা স্বীকার করে জানান, রবিবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর নুপুর ইন্টারনেটে তার ফলাফল দেখে হতাশ হয়ে পড়ে। পরীক্ষার ফলাফল দেখে লজ্জায় ঘরে গিয়ে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।


দুর্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন পিন্টু জানান, মেয়েটি অনেক শান্ত স্বভাবের ছিল। এভাবে সে আত্মহত্যা করবে তা ভাবতেও পারিনি।


হরিণাকুন্ডু থানার ওসি জিয়াউর রহমান জানান, এসএসসি পরীক্ষায় ফেল করে এক ছাত্রীর আত্মহননের খবর শুনেছি। তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


বিবার্তা/রায়হান/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com