সূচকের উত্থানে ডিএসইতে এক ঘণ্টায় ১১৮ কোটি টাকা লেনদেন
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ১১:৩৩
সূচকের উত্থানে ডিএসইতে এক ঘণ্টায় ১১৮ কোটি টাকা লেনদেন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের উত্থানের মধ্য দিয়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলছে। এতে প্রথম ঘণ্টায় ডিএসইর লেনদেন ছাড়িয়েছে ১১৮ কোটি টাকা।


বুধবার (১৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে লেনদেন শুরুর পরের এক ঘণ্টায় এ তথ্য জানা যায়।


ডিএসইর তথ্য মতে, বুধবার লেনদেনের প্রথম ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৯ দশমিক ৫৬ পয়েন্ট ও ডিএসইএস সূচক ২ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ৩১৭ দশমিক ৯২ পয়েন্টে ও ১ হাজার ১৮৫ দশমিক ৭৩ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৪ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৭৪ দশমিক ৪৭পয়েন্টে।


এ সময় ডিএসইতে ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৮৪টির কোম্পানির শেয়ারের, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৮২টি।


এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১১৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার।


অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ৬ দশমিক ০৪ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক শূন্য দশমিক ৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৮০২ দশমিক ০৯ পয়েন্টে ও ৯ হাজার ১৩ দশমিক ১৪ পয়েন্টে।


আর সিএসআই সূচক ২ দশমিক ৫১ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক শূন্য দশমিক ০৯ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ৯৫১ দশমিক ৪৬ পয়েন্টে ও ১ হাজার ১৩৫ দশমিক ৮৯ পয়েন্টে। এছাড়া সিএসই-৩০ সূচক ২ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৩২৬ দশমিক ৪৬পয়েন্টে।


এ সময় লেনদেন হয়েছে ৭১ লাখ ৭৪ হাজার টাকার।


লেনদেন হওয়া ৭৪ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৬টি কোম্পানি শেয়ারের, কমেছে ৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com