
চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের উত্থানের মধ্য দিয়ে শেয়ারবাজারে লেনদেন চলছে। আর লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ১০৩ কোটি টাকা।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) লেনদেন শুরর পরবর্তী প্রথম ঘণ্টায় (সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত) শেয়ারবাজার সূচকে এ তথ্য জানা যায়।
ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার লেনদেনের প্রথম ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২০ দশমিক ৯০ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৫ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ২১০ দশমিক ৫২ পয়েন্টে ও ১ হাজার ১৫৭ দশমিক ৮৪ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৬ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯১৯ দশমিক ৮৬ পয়েন্টে।
এ সময় ডিএসইতে ৩৭২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২১৪টির কোম্পানির শেয়ারের, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৪টি।
এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১০৩ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার।
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ২৬ দশমিক ৩৫ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১০ দশমিক ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৫০৮ দশমিক ৬১ পয়েন্টে ও ৮ হাজার ৭৯০ দশমিক ৬৭ পয়েন্টে।
এছাড়া সিএসই-৫০ সূচক শূন্য দশমিক ৮৮ পয়েন্ট ও সিএসআই সূচক ১ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১০৬ দশমিক ৪২ পয়েন্টে ও ৯৪২ দশমিক ৪০ পয়েন্টে। আর সিএসই-৩০ সূচক বেড়েছে ১১ দশমিক ৭৬ পয়েন্ট। সূচক অবস্থান করছে ১১ হাজার ৯৪৫ দশমিক ১৪ পয়েন্টে।
এ সময় লেনদেন হয়েছে ৭৪ লাখ ৭৩ হাজার টাকার।
লেনদেন হওয়া ৬৫ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪১টি কোম্পানি শেয়ারের, কমেছে ৯টির ও অপরিবর্তিত রয়েছে ১৫টির।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]