
সপ্তাহের শেষ কর্মদিবসে সূচকের উত্থানের দেশের শেয়ারবাজারে (ডিএসই) লেনদেন চলছে। আর লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ১০৭ কোটি টাকা।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪ দশমিক ২৮ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৩ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ১৩৮ দশমিক ৭৮ পয়েন্টে ও ১ হাজার ১৪৫ দশমিক ৭০ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৩ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৯২ দশমিক ৫৯ পয়েন্টে।
এ সময় ডিএসইতে ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৯৬টির কোম্পানির শেয়ারের, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৭টি।
এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১০৭ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার।
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ২৮ দশমিক ৬১ পয়েন্ট ও সিএসআই সূচক শূন্য দশমিক ০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৩৩৫ দশমিক ৮৩ পয়েন্টে ও ৯৩০ দশমিক ৫৩ পয়েন্টে।
এছাড়া সিএসসিএক্স সূচক ১৯ দশমিক ৭০ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ৪৬ দশমিক ৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৮ হাজার ৭২৩ দশমিক ২৯ পয়েন্টে ও ১১ হাজার ৮৯৭ দশমিক ২৮ পয়েন্টে। আর সিএসই-৫০ সূচক কমেছে ৪ দশমিক ৫৮ পয়েন্ট। সূচক অবস্থান করছে ১ হাজার ৮৪ দশমিক ৬৩ পয়েন্টে।
এ সময় লেনদেন হয়েছে ৮৮ লাখ ৫৯ হাজার টাকার।
লেনদেন হওয়া ৬৮ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৭টি কোম্পানি শেয়ারের, কমেছে ২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]