
দেশের মৎস্য সম্পদের সম্প্রসারণ,সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালন করা হয়েছে।
১৮ আগস্ট, সোমবার উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ সামনে থেকে র্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে র্যালি শেষ হয়ে উপজেলা পুকুরে পোনা অবমুক্তকরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান এর সভাপতিত্বে ও মেরিন ফিসারিজ অফিসার আইনুল নিশাদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক হাসান-বিন-মোহাম্মদ আলী।
এছাড়াও বক্তব্য রাখেন, ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ মো. মারুফ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. মহিউদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো: সোহেল রানা, ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম, পাড়েরহাট নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক দিপক কুমার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় মৎস্যজীবী সংগঠনের প্রতিনিধি গন ।
বিবার্তা/শামীম/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]