
আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে দীর্ঘদিন পর দিনাজপুরের হাকিমপুর হিলিতে ৪দিন ব্যাপী ভ্রাম্যমাণ বই মেলার উদ্বোধন করা হয়েছে। বই মেলার আয়োজন করায় খুশি স্থানীয়রা। দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে মেলায় আগত স্টল।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাখাওয়াত হোসেন, বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা কামাল, প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনে, মাহফুজার রহমান, আব্দুল কুদ্দুস, সুবীর চন্দ্র সহ আরো অনেকে।
বই মেলা দেখতে আসা শিক্ষার্থী আসিক বলেন, আমি প্রথমবার হিলিতে ভ্রাম্যমাণ বই মেলা দেখলাম। এর আগে আমাদের এখানে কোনো বই মেলা হয়নি। দেখে অনেক ভালো লাগছে, অনেক লেখকের বই যা আমাকে অনুপ্রেরণা জোগাচ্ছে। আমরা চাই আগামীতে স্থানীয়ভাবে দীর্ঘ মেয়াদি বই মেলার আয়োজন করা হোক।
বই মেলা দেখতে আসা দর্শনার্থী জাকিয়া ডলি বলেন, আমি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম। আজ আমার বিদ্যালয় মাঠে ভ্রাম্যমাণ বই মেলার আয়োজন দেখে আমি খুবই আনন্দিত। এমন মহৎ উদ্যোগ গ্রহনের জন্য আয়োজকদের স্বাগত জানাচ্ছি।
ভ্রাম্যমাণ বই মেলার ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তী বলেন, বিশ্ব সাহিত্য কেন্দ্র ও সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজন ৪দিন ব্যাপী আজ থেকে হিলিতে বই মেলা শুরু হয়েছে। বই মেলা উপলক্ষে থাকছে চিত্র অংকন, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন। মেলায় ১৫০টি প্রকাশনির ১০ হাজারের বেশি বই রয়েছে
এবিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, আজকের আয়োজিত এই বই মেলা আরো প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া দরকার। এই মেলার মাধ্যমে শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ বই পড়া ও ক্রয়ের জন্য উদ্বুদ্ধ হবে বলে আমি মনে করি।মেলাটিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করা হবে বলে জানান তিনি।
বিবার্তা/রব্বানী/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]