
ফেনীর মহিপাল আলহাজ্ব কোব্বাদ আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
সোমবার (১৮ আগস্ট) সকালে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে বিদ্যালয় মাঠে অবস্থান কর্মসূচি চালায়।
শিক্ষার্থীদের অভিযোগ, বছরের মাঝপথে রুটিন পরিবর্তন করে পাঠদান ব্যাহত করা হচ্ছে। নির্দিষ্ট বিষয়ের শিক্ষক থাকা সত্ত্বেও তাদের দিয়ে সেই বিষয়ে ক্লাস নেওয়া হচ্ছে না। এছাড়া দুর্নীতির মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও উঠে এসেছে।
অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের টেস্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকে ১০-১৫ হাজার টাকা নিয়ে মূল পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে।
এর আগে মৌখিক অভিযোগ দিলেও কর্নপাত করেনি বিদ্যালয় পরিচালনা কমিটি ও প্রধান শিক্ষক। তাই সোমবার ক্লাশ বর্জন করে আন্দোলনে বাধ্য হয় শিক্ষার্থীরা।
খবর পেয়ে সকাল ১১টার দিকে ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মিজ ফাতিমা সুলতানা ও সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরিন কান্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের অভিযোগ শোনেন। এডিসি আশ্বাস দেন, লিখিত অভিযোগ জমা দিলে আগামী ৭ দিনের মধ্যে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তদন্তকালীন প্রধান শিক্ষককে ৭দিনের ছুটিতে পাঠিয়ে সিনিয়র একজন শিক্ষককে দায়িত্ব দেওয়ার কথাও জানান তিনি।
আলহাজ কোব্বাদ আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিন বলেন, শিক্ষার্থীরা তাদের পছন্দমত শিক্ষক চায়। আমরা যেভাবে ক্লাশ সাজিয়েছি, সেটা তাদের পছন্দ হয়নি। এজন্য বিক্ষোভ করেছে। অন্যান্য যেসব অভিযোগ করেছে, সেগুলোর ভিত্তি নেই।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সোহরাব আল হোসাইন গণমাধ্যমকে বলেন, নিয়মতান্ত্রিক অভিযোগ না দিয়ে বিশৃঙ্খলা করলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বিবার্তা/মনির/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]