সপ্তাহের প্রথম কর্মদিবসে সূচকের উত্থানে লেনদেন চলছে
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩০
সপ্তাহের প্রথম কর্মদিবসে সূচকের উত্থানে লেনদেন চলছে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সপ্তাহের প্রথম কর্মদিবসে সূচকের উত্থানের মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পুঁজিবাজারে লেনদেন চলছে।


রবিবার (৯ ফেব্রুয়ারি) পুঁজিবাজার শুরুর প্রথম আধা ঘণ্টায় (সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ৫ পয়েন্ট।


ডিএসইর তথ্য মতে, রবিবার লেনদেনের প্রথম আধা ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮ দশমিক ৩৪ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ১৮৭ দশমিক ৫২ পয়েন্টে ও ১ হাজার ১৪৯ দশমিক ৭৬ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৪ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯১৭ দশমিক ১৪ পয়েন্টে।


এ সময় ডিএসইতে ৩৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৫৯টির কোম্পানির শেয়ারের, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৭২টি। এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৭ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার।


অপর দিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ৫ দশমিক ১১ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৩ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৫১৭ দশমিক ৩৫ পয়েন্টে ও ৮ হাজার ৮০৬ দশমিক ৫০ পয়েন্টে।


এছাড়া সিএসআই সূচক ও সিএসই-৫০ সূচক বেড়েছে শূন্য দশমিক ০১ ও ১ দশমিক ০২ পয়েন্ট। সূচক অবস্থান করছে যথাক্রমে ৯৩৮ দশমিক ৯৫ পয়েন্টে ও ১ হাজার ১০৮ দশমিক ৩৬ পয়েন্টে। আর সিএসই-৩০ সূচক ১ দশমিক ০০১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৯৮০ দশমিক ৫২ পয়েন্টে। এ সময় লেনদেন হয়েছে ৬৯ লাখ ৪৬ হাজার টাকার।


লেনদেন হওয়া ৪০ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৩টি কোম্পানি শেয়ারের, কমেছে ১৪টির ও অপরিবর্তিত রয়েছে ৩টির।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com