
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের উত্থানের মধ্য দিয়ে শেয়ারবাজারে চলছে লেনদেন চলছে। আর লেনদেনের প্রথম আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ২৭ কোটি টাকা।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে শেয়ারবাজারে সূচক আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট বেড়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ১ পয়েন্ট।
ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার লেনদেনের প্রথম আধা ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৩০ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৫ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ১৮৯ দশমিক ০৯ পয়েন্টে ও ১ হাজার ১৬১ দশমিক ৩২ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৩ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯২৫ দশমিক ৯৪ পয়েন্টে।
এ সময় ডিএসইতে ২৯১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৮৯টির কোম্পানির শেয়ারের, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টি।
এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার।
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ১ দশমিক ১৭ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৪৫৫ দশমিক ৮১ পয়েন্টে ও ৮ হাজার ৮১০ দশমিক ৯৭ পয়েন্টে।
ছাড়া সিএসই-৫০ সূচক বেড়েছে শূন্য দশমিক ৪০ পয়েন্ট। সূচক অবস্থান করছে ১ হাজার ১০৭ দশমিক ৮৩ পয়েন্টে। আর সিএসআই সূচক শূন্য দশমিক ১৯ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ৯ দশমিক ৬৪ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ৯৩০ দশমিক ৭৩ পয়েন্টে ও ১১ হাজার ৯১৩ দশমিক ৩৩ পয়েন্টে।
এ সময় লেনদেন হয়েছে ১০ লাখ ৩৮ হাজার টাকার।
লেনদেন হওয়া ২০ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১টি কোম্পানি শেয়ারের, কমেছে ৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২টির।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]