চলমান কারফিউর কারণে টানা তিনদিন সাধারণ ছুটিতে বন্ধ থাকার পর বুধবার পুঁজিবাজারে লেনদেন চালু হয়। অর্থনীতির এই খাতটিকে বলা হয় সবচেয়ে স্পর্শকাতর জায়গা। সেই স্পর্শকাতর জায়গায় তিনদিন পর লেনদেন শুরু হলে দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমে যায় প্রায় ৯৬ পয়েন্ট। আর লেনদেন হয়েছে ১৫৯ কোটি ৩৭ লাখ টাকা, যা গত দেড় বছরের মধ্যে সর্বনিম্ন।
তবে একদিনের বড় পতনের পর আজ ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার। পাশাপাশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়ে যাওয়ায় লেনদেনও বেড়েছে।
বাজার বিশ্লেষণ করলে দেখা যায়, সপ্তাহের শেষ কার্যদিবসে ইতিবাচক দেশের শেয়ার বাজার। ডিএসইতে প্রধান সূচক বেড়েছে ৬২ পয়েন্টের বেশি। আগের দিনের চেয়ে ৩৩৮ কোটি টাকা বেড়ে লেনদেন হয়েছে ৪৯৭ কোটি টাকা।এসময় দর বেড়েছে ৭৩ ভাগ কোম্পানির শেয়ারের। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে ৫৬ পয়েন্ট।
সপ্তাহের শেষ এবং কার্ফিউ পরবর্তী দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বৃহস্পতিবার লেনদেনের শুরুতেই দরপতনে ঢাকা স্টক এক্সেচঞ্জে। প্রথম ১ ঘণ্টায় প্রধান সূচক কমে ৩০ পয়েন্ট। তবে দিনশেষে ডিএসইএক্স সূচক বেড়েছে ৬২ দশমিক ৮১ পয়েন্ট। অবস্থান করছে ৫ হাজার ৪১৩ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৩ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে ১১৮৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২৪ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে ১৯৩২ পয়েন্টে অবস্থান করছে।
সূচকের সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। আজ মোট হাতবদল হয়েছে ৪৯৭ কোটি ৩৪ লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ৩৩৮ কোটি টাকার বেশি। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ১৫৯ কোটি ৩৭ লাখ টাকা।
হাতবদলে অংশ নেয়া ৩৯২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৩ ভাগ কোম্পানির শেয়ারের। এর মধ্যে দর বেড়েছে ২৮৬টি, কমেছে ৬৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম স্কয়ার ফার্মাসিউটিক্যাল, দ্বিতীয় ওরিয়ন ইনফিউশন, তৃতীয় অবস্থানে লাভেলো। এছাড়া লেনদেন হওয়া বেড়েছে অগ্নি সিস্টেমস, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর।
শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম টেকনো ড্রাগস, দ্বিতীয় অগ্নি সিস্টেমস, তৃতীয় অবস্থানে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল। এছাড়া দর বেড়েছে দুলামিয়া কটন ও সিলকো ফার্মার।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে ৫৬ দশমিক ৩৪ পয়েন্ট। অবস্থান করছে ১৫ হাজার ৪১৫ পয়েন্টে। লেনদেন হয় ৩ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]