
রাজধানী ঢাকায় এ প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এস আর ড্রিম আইটি কন্টেন্ট ক্রিয়েটরস প্রতিযোগিতা সিজন এক ২০২৫।
আগামী শনিবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় বিচারক প্যানেলের নেতৃত্বে থাকবেন বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রবিন রাফান।
দেশে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য তাদের প্রতিভা ও সৃজনশীলতা প্রদর্শন করার সুযোগ পাচ্ছে প্রতিযোগিতার মাধ্যমে। এ আয়োজনের মূল লক্ষ্য উদীয়মান ডিজিটাল তারকাদের আবিষ্কার ও কনটেন্ট ক্রিয়েশনের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ।
এ ইভেন্টের বিচারক প্যানেলে থাকবেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রবিন রাফান (ওবায়দুর রহমান)। যিনি মূল বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন। তার অনন্য স্টাইল ও বিশাল অনলাইন ফলোয়িং তাকে সঠিক ব্যক্তিত্ব হিসেবে নির্বাচন করেছে এ বিচার প্রক্রিয়া পরিচালনার জন্য।
এছাড়া বিচারক প্যানেলে আছেন আরও দুই সম্মানিত ব্যক্তিত্ব বিখ্যাত লেখক ও পরিচালক মারুফ রেহমান এবং লাইফ কোচ, সম্পর্ক পরামর্শক ও পডকাস্ট কন্টেন্ট ক্রিয়েটর মো. হুমায়ুন কবির (আরজে নীরব)।
এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫০ জন কন্টেন্ট ক্রিয়েটর। এ ৫০ জন প্রতিযোগী থেকে নয়জন সৃজনশীলতা এবং কন্টেন্ট ক্রিয়েশন জ্ঞান অনুযায়ী শর্টলিস্ট করা হবে। তারপর বিচারকরা তাদের মূল্যায়ন করবেন এবং তিনজন বিজয়ী নগদ পুরস্কার পাবেন। এসআর ড্রিম আইটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ প্রতিযোগিতা সরাসরি সম্প্রচার করা হবে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]