
নাটোরের সিংড়ায় রেজাউল করিম (৫৩) নামে এক কলেজ শিক্ষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি সিংড়া উপজেলা জিয়া পরিষদের সদস্য।
বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কলম ইউনিয়নের কুমারপাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত রেজাউল করিম ওই গ্রামের ছাবেদ ব্যাপারির ছেলে। তিনি বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নুর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি পরিবারের বরাত দিয়ে জানান, বুধবার রাত ১০টার দিকে রেজাউল করিম বাসা থেকে পুকুরের উদ্দেশ্যে বের হয়ে যান। এরপর আর বাড়ি ফেরেননি। রাত সাড়ে ১১টার দিকে বাড়ির কাছে রাস্তায় তার গলা কাটা লাশ দেখে স্বজনদের ওপুলিশে খবর দেন স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। কে বা কারা কেন তাকে হত্যা করেছে তদন্ত করে দেখা হচ্ছে।
অধ্যাপক রেজাউল করিমকে গলা কেটে হত্যার ঘটনায় বিক্ষুব্ধরা একইগ্রামে ওহাব আলী নামের একজনের বাড়িতে অগ্নিসংযোগ করে। এসময় বাড়ির অন্য সদস্যরা বের হতে পারলেও আগুনে পুড়ে মারা যান ওহাবের বৃদ্ধা মা ছাবিহা (৭৫)।
বিবার্তা/রাজু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]