
ঢাকার কেরানীগঞ্জে হাসান মোল্লা নামে বিএনপির এক নেতা দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। তিনি হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জের ঢালিকান্দি এলাকায় তার নিজ বাড়ির পাশেই এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।
হাসান মোল্লার ছোট ভাই রাকিব হোসেন জানান, তার ভাই হযরতপুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক। রাতে জগন্নাথপুরে ৯ নং ওয়ার্ড বিএনপির কার্যালয় থেকে নির্বাচনী কাজ শেষে একই এলাকায় ওয়াজ মাহফিলে যান। সেখান থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে দুজন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে করে দ্রুত গতিতে এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে তার পেটের ডান পাশে গুলি লাগে। তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে দ্রুত উদ্ধার করে। তবে কে বা করার গুলি করেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রাত সাড়ে ১০টার পরে হাসান মোল্লা নামে এক বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আসেন। তার পেটের ডান পাশে গুলি লেগেছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]