গোবিন্দগঞ্জে নির্বাচনী মিছিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ২৩:০৯
গোবিন্দগঞ্জে নির্বাচনী মিছিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নির্বাচনী মিছিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কাউকে আটক বা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কোচাশহর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকালে কোচাশহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন মন্ডলের নেতৃত্বে বিএনপির প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে কোচাশহর তিনমাথায় গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কে ধানের শীষের প্রার্থী মোহাম্মদ শামীম কায়সার লিংকনের পক্ষে নির্বাচনী মিছিল চলাকালে বর্তমান ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল হক জাহিদের লোকজন বাঁধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষের রুপ নেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/নুর আলম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com