
নরসিংদীর রায়পুরায় ভেঙে ফেলা হয়েছে মুক্তিযুদ্ধের অন্যতম অগ্রনায়ক বীরশ্রেষ্ঠ মতিউর রহমান-এর তোরণ।
ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মুসাপুর ইউনিয়নের মতিনগর এলাকায় এ তোরণটি ভেঙে ফেলায় জনমনে তুমুল প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সাধারণ মানুষ এতে ক্ষোভে ফুঁসে উঠছে। কেন ভেঙে ফেলা হয়েছে তার কারণ জানতে সরকারি বিভিন্ন দপ্তরে খোঁজ নিতে শুরু করেছে এলাকার সচেতন জনতা।
সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্প " এর নরসিংদী অংশে মহাসড়কের ৬৪তম কিলোমিটার রায়পুরা উপজেলার মাহমুদাবাদ মৌজায় ঢাকা থেকে সিলেটগামী সড়কের ডান পাশে সওজ এর ভূমিতে অবস্থিত "বীরশ্রেষ্ঠ মতিউরনগর" শীর্ষক স্থাপনাটি গত কয়েকদিন যাবৎ অপসারণ ও ভেঙে ফেলার কাজ শুরু করেছে সড়ক ও জনপদ কর্তৃপক্ষ।
অনুসন্ধানে জানা গেছে, প্রায় এক বছর পূর্বে গত বছরের ১৯ জানুয়ারি সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক-২ মো. মাহবুব এ এলাহী স্বাক্ষরিত পত্রে রায়পুরা উপজেলা নির্বাহী অফিসারকে স্থাপনার ক্ষতিপূরণ প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন। সে অনুযায়ী রায়পুরা উপজেলার বর্তমান নির্বাহী কর্মকর্তা ক্ষতিপূরণ গ্রহণের নিমিত্তে প্রকল্প কর্মকর্তার নিকট ব্যাংক হিসাব সমেতপত্র প্রেরণ করেন।
এ বিষয়ে নরসিংদী জেলা প্রশাসক আনোয়ার হোসাইন জানান, ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় রাস্তার মধ্যখানে তোরণটির অবস্থান ছিল। ঢাকা-সিলেট রাস্তা সম্প্রসারনের স্বার্থে তোরণটি ভেঙে ফেলা হয়েছে। রাস্তার নির্মাণ শেষে পুনরায় তোরণটি নতুন করে নির্মাণ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বিবার্তা/কামাল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]