
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ এক মাদক চোরাকারবারিকে আটক হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ২টার দিকে মেঘনা মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৬২ বোতল ফেনসিডিল ও ৩ কেজি গাঁজা উদ্ধার করে। একইদিন রাত সাড়ে ৩টার দিকে চরচিলমারী আতারপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২১৮ বোতল স্কাপ সিরাপ উদ্ধার করা হয়।
এছাড়াও কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ তেতুলবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাকারবারি মো. টুটুল (৩০) কে ভারতীয় ১টি শাড়ি, ২টি চাদর ও ২টি মহিলাদের কাটিগানসহ আটক করা হয়। আটক চোরাকারবারি মো. টুটুল মেহেরপুর জেলার গাংনী উপজেলার পলাশীপাড়া গ্রামের মো. ছাদেক আলীর ছেলে।
পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য ১ লক্ষ ৩১ হাজার ৬০০ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে।
পরে মাদকসহ আটক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা মাদক ও মাদকদ্রব্য ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করা হয়েছে। অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি ।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]