সাভারে সিএনজি থামিয়ে ডাকাতি, ১ জনকে আটক করল জনতা
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১৬:৪৯
সাভারে সিএনজি থামিয়ে ডাকাতি, ১ জনকে আটক করল জনতা
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকার ধামরাইয়ে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় এক ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করেছে পুলিশ।


পুলিশ জানায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোর পাঁচ টার দিকে ধামরাই থেকে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে সিএনজিতে করে সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ী ইসলামপুরে মাছ কেনার জন্য রওয়ানা দেয়। এসময় তাকে বহনকৃত সিএনজিটি ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইর জয়পুরা মমো ফ্যাশনের সামনে পৌছলে পিছন থেকে আসা পিকআপ ভ্যানে ৬/৭ সদস্যের একদল মুখোশধারী ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে তাদের সিএনজি থামিয়ে সাইফুল ইসলামকে কুপিয়ে জখম করে সঙ্গে থাকা নগদ ৭৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন লুটে নেয়। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা এক ডাকাতকে ধরলেও বাকিরা পালিয়ে যায়। পরে তাকে স্থানীয়রা গণপিটুনি দিয়েপুলিশের হাতে তুলে দেয়।


ধামরাই থানার ওসি নাজমুল বলেন,পালিয়ে যাওয়া অন্য ডাকাতদের ধরতে অভিযান চলছে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com