এবার ভোট গণনায় স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগবে: ইসি সচিব
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ২১:০২
এবার ভোট গণনায় স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগবে: ইসি সচিব
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

এবার সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের দুটি ব্যালটে ভোট দিতে হবে। ফলে ভোট গণনায় স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগবে বলে জানিয়েছেন, ইসি সচিব আখতার আহমেদ।


বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচন ভবনে মোবাইল ব্যাংকিং সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান।


ইসি সচিব জানান, এরইমধ্যে ৮৩টি পর্যবেক্ষক প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হয়েছে, যাদের মধ্যে ৩৬টি নিশ্চিত করেছে। প্রাক নির্বাচনী পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বর্তমান পর্যবেক্ষক সংখ্যা ৫৬ হলেও ভোটের সময় তা ২৭৫ জনে দাঁড়াবে।


এবার সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের দুটি ব্যালটে ভোট দিতে হবে। ফলে ভোট গণনায় স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগবে বলে জানান সচিব। এ ছাড়া নির্বাচনের সময় মোবাইল ব্যাংকিং সেবা পুরোপুরি বন্ধ না হলেও লেনদেনের ক্ষেত্রে নির্দিষ্ট সীমা বা ‘লিমিট’ নির্ধারণ করা হবে।


আখতার আহমেদ জানান, বর্তমানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ১ হাজার ৯৯১ জন। এর মধ্যে স্বতন্ত্র ২৪৯ জন এবং নারী প্রার্থী রয়েছেন ৭৬ জন। ঢাকা-১২ আসনে সর্বোচ্চ ১৫ জন এবং পিরোজপুর-১ আসনে সর্বনিম্ন ২ জন প্রার্থী লড়ছেন। এদিকে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ হাজার বিএনসিসি সদস্য স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন।


নির্বাচনী প্রচারণার আড়ালে ভোটারদের এনআইডি সংগ্রহ বা হস্তান্তরের ঘটনা কমিশনের নজরে এসেছে জানিয়ে তিনি বলেন, সব প্রার্থী এবং দলকে সতর্ক করে বিজ্ঞপ্তি দিয়েছে ইসি। এ ছাড়া প্রমাণসহ ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটিতে লিখিত অভিযোগ দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।


দ্বৈত নাগরিকত্ব নিয়ে সচিব জানান, যারা নাগরিকত্ব ত্যাগের আবেদন করেছেন কিন্তু দীর্ঘসূত্রতার কারণে আটকে আছেন, তাদের ক্ষেত্রে কমিশন কিছুটা নমনীয় হতে পারে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com