
মানিকগঞ্জের সিংগাইরে ১টি বসতবাড়ির লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল টিন কেটে ঘরে ঢুকে স্বর্ণালংকার, নগদ অর্থ ও একটি মোটরসাইকেল লুটে নিয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তি- সোনাটেংরা গ্রামের মৃত মনসুর আলীর ছেলে রায়হান শেখ (২০)।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোর রাত ৪টার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের সোনাটেংরা গ্রামের মো. ফারুক হোসেনের বাড়িতে।
ভুক্তভোগী পরিবারের স্বজনরা জানান, তিনজনের একটি ডাকাত দল টিন কেটে ফারুক হোসেনের ঘরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে দুইটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের আংটি, তিনটি স্বর্ণের কানের দুল, প্রায় ২১ ভরি রুপার অলংকার, নগদ অর্থ ও একটি প্লাটিনা মোটরসাইকেল লুট করে নিয়ে যায়।
ঘটনার পরপরই বিষয়টি বাগুলি তদন্ত কেন্দ্রের পুলিশকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করে।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং লুট হওয়া মালামাল উদ্ধারে চেষ্টা চলছে।
বিবার্তা/হাবিবুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]