নতুন ধানের গোলাপি ভাত হতে পারে গরুর মাংসের বিকল্প
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৯
নতুন ধানের গোলাপি ভাত হতে পারে গরুর মাংসের বিকল্প
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
প্রিন্ট অ-অ+

অনেক সস্তা, নিরাপদ এবং অধিক পরিবেশ বান্ধব নতুন ধানের ভাত। গরুর মাংসের বিকল্প হতে পারে গোলাপি রং এর এই ভাত।


গবেষকরা বলছেন, নতুন জাতের এই ধান জলবায়ু সংকট মোকাবিলায় আমাদের জন্য সহায়ক ভূমিকা পালন করতে পারে।


গবেষণাটি ম্যাটার নামের বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষণায় নেতৃত্ব দিয়েছেন দক্ষিণ কোরিয়ার ইয়নসি বিশ্ববিদ্যালয়ের বায়োমোলিকুলার ইঞ্জিনিয়ার সোহেয়ন পার্ক।


গবেষণাগারে উদ্ভাবিত খাবারটি দেখতে মাংসের কিমা ও ভাতের এক অদ্ভুত সংমিশ্রণের মতো। তবে খাবারটি পুষ্টিসমৃদ্ধ ধান।


বিজ্ঞানসংক্রান্ত প্রকাশকারী ওয়েবসাইট সায়েন্স অ্যালার্টকে গবেষণাটি সম্পর্কে বিজ্ঞানী পার্ক বলেন, কোষ-কালচারড প্রোটিন চাল থেকে মানুষের প্রয়োজনীয় সব পুষ্টি পাওয়ার কথা ভাবুন। ভাতে এমনিতেই উচ্চমাত্রায় পুষ্টি উপাদান আছে। কিন্তু প্রাণিসম্পদ থেকে কোষ যুক্ত করে এই পুষ্টি উপাদানকে আরও বাড়ানো যায়।


পার্ক আরও বলেন, এই খাদ্য তৈরি একটু শ্রমসাধ্য ব্যাপার। তবে এই খাদ্য একদিন খাবারের ওপর চাপ কমাতে পারে।


গবেষণা দলের ভাতকে বেছে নেয়ার কারণ হলো-এটি মানুষের প্রধান একটি খাদ্য। এতে ৮০ শতাংশ শ্বেতসার, ২০ শতাংশ প্রোটিনসহ অন্যান্য পুষ্টি উপাদান আছে।


মাংসের বিকল্প এবং নতুন খাদ্য উদ্ভাবনে গত কয়েক বছর ধরে বিশ্বব্যাপী কাজ করা হচ্ছে। যদিও ইতোমধ্যে ল্যাবে কৃত্রিম মাংস উৎপাদন করা হয়েছে। যার লক্ষ্য গ্রিনহাউস গ্যাস কমানো।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com