দোয়া পড়ে খাবার খাওয়াও ইবাদত
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ১০:০৮
দোয়া পড়ে খাবার খাওয়াও ইবাদত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। এতে আছে মানুষের মুক্তির পথ ও পদ্ধতি। মানুষের জীবনের সব বিষয়ে সুষ্ঠু সমাধান রয়েছে। মহান আল্লাহর স্মরণ ও দোয়া মুমিনের সব সময়ের আমল।


প্রত্যেকের দিনে বেশ কয়েক বার আমাদের খাবার খেতে হয়। খাওয়ার সময় মহান আল্লাহকে স্মরণ করা ও তার নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করা আমাদের কর্তব্য। এতে খাবার বরকতময় হয়; পাশাপাশি খাওয়াও ইবাদত হয়ে উঠে।


রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলিম তার সব কাজে সওয়াবের অধিকারী হয়, এমনকি খাবারের যে লোকমা সে খায় তাতেও সে সওয়াব পায়। (মুসনাদে আহমদ: ১৫৩১)


খাওয়ার শুরুতে ‘বিসমিল্লাহ’ বলে মহান আল্লাহর নামে খাওয়া শুরু করা। ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ অর্থ: পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করছি।


রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে খাবারে বিসমিল্লাহ পড়া হয় না, সে খাবারে শয়তানের অংশ থাকে। সেই খাবার মানুষের সঙ্গে শয়তানও খায়। (মুসলিম: ৫৩৭৬)


এ দোয়াও পড়তে পারেন: اَللَّهُمَّ بَارِكْ لَنَا فِيْهِ وَ اَطْعِمْنَا خَيْراً مِّنْهُ (উচ্চারণ: আল্লাহুম্মা বারিক লানা- ফী-হি ওয়া আত্বইমনা খাইরাম্ মিনহু।)


অর্থ: হে আল্লাহ! আমাদেরকে এতে বরকত দিন, ভবিষ্যতে আরো উত্তম খাদ্য দিন। (তিরমিজি, আবু দাউদ, মেশকাত: ৪২৮৩)


খাওয়ার শেষে এ দোয়া পড়বেন: الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا، وَسَقَانَا، وَجَعَلَنَا مُسْلِمِينَ (উচ্চারণ: আলহামদু লিল্লাহিল্লাজি আতআমানা, ওয়া সাকানা, অজাআলানা মুসলিমিন।)


অর্থ: সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের খাইয়েছেন, পান করিয়েছেন এবং মুসলিম বানিয়েছেন। (আবু দাউদ: ৩৮৫০)


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com