শিরোনাম
যারা ক্ষমতায় রয়েছে তারা জনগণের সরকার নয়: মোশাররফ
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১৭, ১৩:৫৭
যারা ক্ষমতায় রয়েছে তারা জনগণের সরকার নয়: মোশাররফ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমানে দেশে কোনো সরকার নেই। ২০১৪ সালের ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে বর্তমানে যারা ক্ষমতায় রয়েছে তারা জনগণের সরকার নয়। আর সেই জন্যই বর্তমানে জনগণ সবচেয়ে বেশি দুর্দশা ও কষ্টের মধ্যে রয়েছে।


জাতীয় প্রেসক্লাবে রবিবার বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।


বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, নির্বাচনের আগে সরকার বলেছিল ১০ টাকা দামে চাল দেবে। এখন মোটা চালের কেজি ৫০ টাকা। বিএনপির আমলে বিদ্যুতের ইউনিট ছিল ২.৮০ টাকা যা এই সরকারের আমলে বেড়ে ৮.৫০ টাকায় দাঁড়িয়েছে।


খন্দকার মোশাররফ বলেন, ৯৬ সালে আওয়ামী লীগ বলেছিল সরকারি দলের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। নির্বাচন সহায়ক সরকারের অধীনেই হতে হবে। এই সহায়ক বা তত্ত্ববাধয়ক সরকারের দাবিতে তারা গাড়ি পুড়িয়েছিল। এখন সেই আওয়ামী লীগই বলছে সহায়ক সরকার বলতে কিছু নেই।


তিনি বলেন, আমরা ৯৬ সালে আওয়ামী লীগসহ অন্যান্য দলের দাবির প্রতি শ্রদ্ধা দেখিয়ে সংবিধান পরিবর্তন করে তত্ত্ববাধয়ক সরকার প্রতিষ্ঠা করেছিলাম, কারণ সংবিধান জনগণের জন্য, জনগণ সংবিধানের জন্য নয়।


ড. মোশাররফ বলেন, ৭ কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশী হামলা ও নির্দয়ভাবে গুলি করা হয়েছে। এরপর ১২’শত শিক্ষার্থীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে। পুলিশের কাঁদানে গ্যাসের টিয়ারসেলে তিতুমীর কলেজের ছাত্র মোঃ সিদ্দিকুর রহমানের দুই চোখের মনি নষ্ট হয়ে গেছে। অন্ধ হয়ে যাওয়ার এই দায় কে নেবে ?


তিনি আরো বলেন, পত্রিকায় দেখলাম তারা দোতালা বিল্ডিং বানিয়ে ফেলেছে রড ছাড়া। ইতোপূর্বে রডের পরিবর্তে বাঁশের ব্যবহার আমরা দেখেছি। জাতি নৈতিকভাবে কত অবক্ষয় হলে কলেজ যেখানে ছাত্র-ছাত্রীরা লেখাপড়া করবে সেখানে রড ছাড়া দুইতালা বিল্ডিং বানানো হয়। যেকোনো সময় এটা ধসে পড়ে শত শত ছাত্র-ছাত্রী মারা যাবে। এই সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে এই অবস্থা তৈরি করেছে।


মোশাররফ বলেন, একাদশ নির্বাচনকে সামনে রেখে সরকার প্রশাসনকে নিজের মতো করে সাজাচ্ছে। নির্বাচন কমিশনারের অজান্তে মাঠ পর্যায়ে রদবদল এবং সর্বশেষ কমিশনের সচিব পদে পরিবর্তন করা হয়েছে। এতে প্রমাণিত হয় ইসির রোডম্যাপ বর্তমান সরকারকে আবারো অবৈধভাবে ক্ষমতায় নিয়ে যাওয়ার প্রয়াস মাত্র।


তিনি আরো বলেন, এই সরকারের আমলে রিজার্ভ চুরির মতো ঘটনা ঘটেছে। যা বিশ্বের কোথাও আগে ঘটেনি। একদিন হয়তো বেরিয়ে আসবে সরকারি দলের লোকেরা এর সাথে জড়িত ছিল। সেদিন এর বিচারও হবে।


আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, অ্যাড. আহমেদ আজম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকমল বড়ুয়া প্রমুখ।


বিবার্তা/বিপ্লব/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com