শিরোনাম
‘জিয়া সামরিক শাসনের প্রবক্তা, বহুদলীয় গণতন্ত্রের নয়’
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৭, ১৮:৫৪
‘জিয়া সামরিক শাসনের প্রবক্তা, বহুদলীয় গণতন্ত্রের নয়’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘জিয়া সামরিক শাসনের প্রবক্তা, বহুদলীয় গণতন্ত্রের নয়। সাংবিধানিক পদে থেকে ইতিহাস চর্চা, রাজনীতি চর্চা করবেন না। খালেদা জিয়া পাতা ফাঁদে পা দেবেন না, জামায়াত কে ক্ষমতার বাহিরে রাখতে হলে খালেদা জিয়াকে ক্ষমতার বাহিরে রাখতে হবে।’


বুধবার শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জণগনের উদ্দেশ্যে এসব কথা বলেন। আওয়ামী যুবলীগের উদ্যোগে রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


ইনু বলেন, ‘জঙ্গী দমনের যুদ্ধে স্বাধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধারা সরকারে বা বিরোধী দলে থাকবে, রাজাকাররা নয়। রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি, বাংলাদেশের চাকা উল্টোদিকে চালানোর জন্য ৭৫’এর ১৫ আগস্টের এই হত্যাকাণ্ড, সেখানে ছোট্ট শিশু শেখ রাসেল ও রেহাই পায় নাই।’


অন্যদিকে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, ‘আজ ১৮ অক্টোবর, শেখ রাসেলের জন্মদিন। শেখ রাসেল বেঁচে থাকলে, এখন তিনি ৫৩ তে পা রাখতেন। কিন্তু বাঙালী জাতির মানস পটে এখনো শেখ রাসেল এক শিশু। এই শিশু বাংলাদেশের সব শিশুদের অনুপ্রেরণার উৎস। সব শিশুদের জন্য রাসেল যেন এক উদ্দীপনা, অনুকরণীয় উদাহরণ।’



যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদের পরিচালনায় প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাদ, মজিবুর রহমান চৌধুরী, আব্দুস সাত্তার মাসুদ, মো. আতাউর রহমান, অধ্যাপক এবিএম আমজাদ হোসেন, আনোয়ারুল ইসলাম, শেখ আতিয়ার রহমান দিপু, সৈয়দ মাহমুদুল হক, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মহি, নাসরিন জাহান শেফালী, ঢাকা মহানগর উত্তর সভাপতি মাইনুল হোসেন খাঁন নিখিল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, দক্ষিণ ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদ, সম্পাদক মণ্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, ড. সাজ্জাদ হায়দার লিটন, মোহাম্মদ ইসলাম, ইকবাল মাহমুদ বাবলু, শ্যামল কুমার রায়, হাসিবুর রহমান বাচ্চু, দেওয়ান আরিফুল ইসলাম, জাকিয়া সুলতানা শেফালী, মিল্লাত হোসেন, কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান কাফি, রওশন জামির রানা, এন আই আহম্মেদ সৈকত, কেন্দ্রীয় নেতা মনিরুল ইসলাম হাওলাদার প্রমুখ বক্তব্য প্রদান করেন।


বিবার্তা/বিজ্ঞপ্তি/আমিরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com