শিরোনাম
সংলাপ বয়কট, সিইসির পদত্যাগ দাবি কাদের সিদ্দিকীর
প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৭, ১৫:২২
সংলাপ বয়কট, সিইসির পদত্যাগ দাবি কাদের সিদ্দিকীর
ফাইল ফটো
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সংলাপ ‘বয়কট’ করে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার পদত্যাগ দাবি করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। জিয়াউর রহমানকে নিয়ে বক্তব্যের জের ধরে তিনি এ দাবি জানান।


সোমবার নির্বাচন ভবন থেকেবেরিয়ে এসে সাংবাদিকদের সামনে ওই দাবির কথা বলেন তিনি।


কাদের সিদ্দিকী বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন- সিইসি এ কথা বলতে পারেন না। জিয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে থাকলে কেউ না কেউ বহুদলীয় গণতন্ত্র হত্যা করেছ।


রবিবার বিএনপির সঙ্গে সংলাপে বসে দলটির নেতা সাবেক সামরিক শাসক জিয়াউর রহমানের প্রশংসা করেন প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদা।


তিনি বলেন, ব্যক্তি হিসেবে এবং দলনেতা হিসেবে জিয়াউর রহমান চার বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেন। তার হাত দিয়েই দেশে বহুদলীয় গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা লাভ করে।


কাদের সিদ্দিকী বলেন, সিইসির বক্তব্যের সঙ্গে আমরা একমত নই। এ কারণে আমরা সংলাপ বয়কট করেছি।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com