শিরোনাম
আইনমন্ত্রী শপথ ভঙ্গ করেছেন: রিজভী
প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৭, ১৬:৪৪
আইনমন্ত্রী শপথ ভঙ্গ করেছেন: রিজভী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রধান বিচারপতির বক্তব্যে প্রমাণিত হয়েছে আইনমন্ত্রী মিথ্যা বলেছেন, শপথ ভঙ্গ করেছেন। শপথ ভঙ্গের অপরাধে আইনমন্ত্রীর সাজা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।


রিজভী বলেন, ‘মন্ত্রী হতে হলে শপথ নিতে হয়। রাগ অনুরাগের বশবর্তী হয়ে তিনি কোন কিছু করতে পারেন না। একারণে তাকে পদত্যাগ করা উচিত।’


শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।


তিনি আরো বলেন, ‘দেশে আইনের শাসন থাকলে মিথ্যাচারের অপরাধে আইনমন্ত্রীর বিচার হতো। কোন সুষ্ঠু গণতান্ত্রিক দেশ হলে এমন আচরণ সম্ভব হতো না। ভবিষ্যতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে তার বিচার হবে।’


রিজভী আহমেদ বলেন, ‘আইনমন্ত্রী বলেছিলেন প্রধান বিচারপতি স্বাস্থ্যগত কারণে ছুটি নিয়েছেন। কিন্তু সেটা সঠিক নয়, সরকারদলীয় বিভিন্ন মন্ত্রী ও আইনমন্ত্রীর আক্রোশমূলক কথাবার্তায় প্রধান বিচারপতি বিব্রত হয়েছেন। প্রধান বিচারপতি গতকাল (শুক্রবার) বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে তিনি শঙ্কিত।’


আইনমন্ত্রীর বাবা একজন বরেণ্য আইনজীবী উল্লেখ করে রিজভী বলেন, ‘আইনমন্ত্রীর এমন কর্মকাণ্ডে পারিবারিক ঐতিহ্য নষ্ট করেছেন।’


তিনি আরো বলেন, ‘দেশকে স্থায়ী দুঃশাসনের বজ্র আঁটুনিতে বেঁধে ফেলা হলো। বিচার বিভাগের ওপর আরো নগ্ন হস্তক্ষেপ করে ন্যায় বিচারের পথকে চিরতরে রুদ্ধ করে দেয়া হবে এতে কোন সন্দেহ নেই। এই ঘটনায় গোটা বিচার ব্যবস্থাকেই ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দেয়া হলো।’


কোন সমস্যাই দেশের অগ্রগতি থামাতে পারবে না প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘এ কথাতো তিনি বলবেনই, কারণ বিচার বিভাগের স্বাধীনতা, স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা, বিরোধীদলের চিন্তা ও বিশ্বাসসহ গণতন্ত্রই হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতায় টিকে থাকার একমাত্র সমস্যা।


তিনি আরো বলেন, ‘বিচার বিভাগের স্বাধীনতাসহ রাষ্ট্রের স্বাধীন স্তম্ভগুলোকে কঠিন কুঠারাঘাতে উপড়ে ফেলে এখন প্রধানমন্ত্রীর একক ক্ষমতার আধিপত্যের অগ্রগতিতে জাতীয় সম্পদ লোপাট হতে আর কোন বাধা থাকার তো কথা নয়।’


জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের সভাপতি এম. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিএনপির সম্পাদকমণ্ডলীর সদস্য হাবিবুর ইসলাম হাবিব, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, অধ্যাপক আমিনুল ইসলাম, অপরাজেয় বাংলার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।


বিবার্তা/বিপ্লব/ইমদাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com