শিরোনাম
কে হচ্ছেন খুলনা-৫ আসনের নৌকার মাঝি?
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৩৭
কে হচ্ছেন খুলনা-৫ আসনের নৌকার মাঝি?
ক্যাপশন : উপরে বাঁ থেকে- নারায়ণ চন্দ্র চন্দ, গাজী আব্দুল হাদী, নুরুল ইসলাম বাদশা, ডা. গাজী আব্দুল হক, ড. এম মাহবুব উল ইসলাম ও খান আলী মনসুর
খুলনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আগামী জাতীয় সংসদ নির্বাচনের এখনো বাকি অনেক দিন। তবে এখনই নির্বাচনী হাওয়ায় জমে উঠেছে খুলনা-৫ আসনের নির্বাচনের মাঠ। ক্ষমতাসীন আওয়ামী লীগের একাধিক প্রার্থী মনোনয়ন বাগিয়ে নিতে চালাচ্ছেন জোর লবিং এবং তদবির। সব সময়ই যোগাযোগ রক্ষা করে চলেছেন কেন্দ্রের সাথে।


নবীন-প্রবীণদের নিয়ে এ আসনে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে ইতোমধ্যে সাত জনের নাম শোনা যাচ্ছে বিভিন্ন মহলে। এছাড়া শোনা যাচ্ছে এক জামায়াত নেতার নামও।ইতোমধ্যে এসব প্রার্থীরা সংসদীয় এলাকায় সভা-সমাবেশ ও আলোচনা সভা করছেন স্ব-স্ব রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের নিয়ে।


দলীয় সূত্রে জানা গেছে, খুলনা-৫ (ফুলতলা-ডুমুরিয়া) আসনে গত নির্বাচনে আওয়ামী লীগনেতা নারায়ণ চন্দ্র চন্দ ৩৯ হাজার ভোটের ব্যবধানে চারদলীয় জোটের প্রার্থী জামায়াতে ইসলামীর নেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে পরাজিত করেন। আগামী নির্বাচনে বিএনপির সমর্থন দাবি করবেন সাবেক এমপি ডা. গাজী আব্দুল হক। আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী দলের ডুমুরিয়া উপজেলা সভাপতি মৎ্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি।


এছাড়া দলীয় মনোনয়ন পেতে জোরালো চেষ্টা চালাচ্ছেন খুলনা জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি অর্থনীতিবিদ অধ্যাপক ড. এম মাহাবুব উল ইসলাম। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও ডুমুরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী আব্দুল হাদীও দলীয় মনোনয়ন চাইবেন বলে জানা গেছে।


এছাড়া যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম বাদশা দলীয় মনোনয়নের জন্য প্রচার-প্রচারণা চালাচ্ছেন। বিএনপি-জামায়াত জোটগত নির্বাচন হলে বিগত নির্বাচনের মতো এবারও এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার মনোনয়ন চাইবেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে আলাদা নির্বাচন হলে বিএনপির শক্তপ্রার্থী দলের নির্বাহী কমিটির সদস্য ড. মামুন রহমান। দলের নীতি-নির্ধারক পর্যায়ে তার যোগাযোগ রয়েছে। এছাড়া সাবেক এমপি ডা. গাজী আব্দুল হক ও ডুমুরিয়া উপজেলা বিএনপির সভাপতি খান আলী মুনসুরও মনোনয়ন দৌড়ে রয়েছেন।


বিবার্তা/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com