শিরোনাম
নতুন রাজনৈতিক দল ‘বিএমজেপি’র আত্মপ্রকাশ
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৫৮
নতুন রাজনৈতিক দল ‘বিএমজেপি’র আত্মপ্রকাশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের সব ধর্মীয় সংখ্যালঘুদের সমন্বয়ে পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)।


‘মুক্তিযুদ্ধের বাংলাদেশ বাঁচাও’ এ স্লোগান সামনে রেখে শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে দলটির আত্মপ্রকাশ ঘটে।


প্রকৌশলী শ্যামল কুমার রায়কে সভাপতি এবং সুকৃতি কুমার মণ্ডলকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করেন তথ্য প্রযুক্তিবিদ বীরেন্দ্রনাথ অধিকারী।


অখণ্ড মানবতায় উজ্জীবিত হয়ে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে ৭ দফা দাবি বাস্তবায়নে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) কাজ করবে বলে জানান বিএমজেপির নবঘোষিত সাধারণ সম্পাদক সুকৃতি কুমার মণ্ডল।


দলটির ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন, অমল কুমার রায়, ড. মোহাম্মদ আব্দুল হাই, স্বপন কুমার, স্বপন কুমার সাহা, সুধাংশ কুমার বিশ্বাস, প্রবাদ কুমার মণ্ডল, দীপক চন্দ্র রায়, কার্তিক চন্দ্র বিশ্বাস, পলাশ কান্তি দে, ভবতোষ মুখার্জী, অ্যাডভোকেট রাকেশ সরকার, ডা. সুব্রত ঘোষ।


বিবার্তা/বিপ্লব/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com