শিরোনাম
রোহিঙ্গা গণহত্যা বন্ধে জনমত গড়ার আহ্বান ন্যাপের
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৬:০৫
রোহিঙ্গা গণহত্যা বন্ধে জনমত গড়ার আহ্বান ন্যাপের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা বন্ধে বাংলাদেশ সরকারকে বিশ্বব্যাপী জনমত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ২০ দলীয় জোটের নেতা ও বাংলাদেশ ন্যাপ।


রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটির উদ্যোগে মিয়ানমার সরকার কর্তৃক আরাকানে মুসলমান নারী-পুরুষ, শিশু-কিশোরদের গণহত্যা, খুন, ধর্ষণ এবং বাড়ীঘর জ্বালিয়ে দেয়ার প্রতিবাদে এক মানববন্ধনে এ দাবি জানান দলটির মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।


জাতীয় সংসদে মিয়ানমারের গণহত্যার ঘটনায় নিন্দা প্রস্তাব না তোলার সমালোচনা করে তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে সরকার মানবতার ধোকা দিচ্ছে। রোহিঙ্গা জনগণের ওপর গণহত্যা বন্ধ করতে সেদেশের সকারকে চাপ প্রয়োগ করতে হবে। পাশাপাশি তাদের স্বদেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা করতে হবে।


গোলাম মোস্তফা ভুইয়া বলেন, মিয়ানমারের তেল-গ্যাস প্রাকৃতিক সম্পদ লুন্ঠনে চীন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র প্রভৃতি সামাজ্যবাদীরা মিয়ানমার সরকারকে গণহত্যায় সমর্থন দিয়ে চলেছে।


সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আনোয়ার হোসেন আকাশের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন জাতীয় মানবাধিকার সমিতির মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, মানবাধিকার জোটের মহাসচিব মিলন মল্লিক, মানবাধিকার সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


বিবার্তা/বিপ্লব/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com