শিরোনাম
‌‘রো‌হিঙ্গাদের নি‌য়ে ঘোলা পা‌নি‌তে মাছ শিকার কর‌বেন না’
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৫:১৮
‌‘রো‌হিঙ্গাদের নি‌য়ে ঘোলা পা‌নি‌তে মাছ শিকার কর‌বেন না’
বিবার্তা প্র‌তি‌বেদক
প্রিন্ট অ-অ+

‌দে‌শে চলমান রো‌হিঙ্গা ইস্যু নি‌য়ে বিএন‌পি‌কে ঘোলা পা‌নি‌তে মাছ শিকার না করার আহ্বান জা‌নি‌য়ে‌ছেন আওয়ামী লী‌গের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।


বুধবার দুপু‌রে রাজধানীর জাতীয় প্রেস ক্লা‌বের সাম‌নে স্বাধীনতা প‌রিষদ আ‌য়ো‌জিত এক মানববন্ধন থে‌কে এ আহ্বান জানান।


হাছান মাহমুদ ব‌লেন, রো‌হিঙ্গা ইস্যু‌তে বিএন‌পি মহাস‌চিব প্রেসক্লাব ও প্রেস ব্রি‌ফিংয়ে লম্বা লম্বা কথা ব‌লেন। আর আমা‌দের প্রধানমন্ত্রী সেখা‌নে গি‌য়ে রো‌হিঙ্গা‌দের সহ‌যো‌গিতা করেছেন। তাই বিএন‌পি‌কে বল‌বো লম্বা লম্বা কথা না ব‌লে রো‌হিঙ্গা‌দের পা‌শে দাড়ান। রো‌হিঙ্গা‌দের নি‌য়ে ঘোলা পা‌নি‌তে মাছ শিকা‌রের চেষ্টা কর‌বেন না।


রো‌হিঙ্গা ইস্যু নি‌য়ে ‌সংস‌দে নিন্দা প্রস্তাব পা‌শের বিষ‌য়ে বিএন‌পি মহাস‌চি‌বের বক্ত‌ব্যের সমা‌লোচনা ক‌রে তি‌নি ব‌লেন, আপ‌নি তো ঢাকা ক‌লে‌জে মাস্টা‌রি করে‌ছেন। আপ‌নি তো জ্ঞানী মানুষ। আপ‌নি কেন নি‌র্বো‌ধের মত কথা ব‌লেন। রো‌হিঙ্গাদের প‌ক্ষে আমা‌দের এম‌পিরা বক্তব্য রে‌খে‌ছেন, গণহত্যার প্র‌তি নিন্দা জা‌নি‌য়ে‌ছেন।


‌বিশ্ব সম্প্রদা‌য়কে মিয়ানমা‌রের পা‌শে না দাড়া‌নোর আহ্বান জা‌নি‌য়ে তি‌নি ব‌লেন, রো‌হিঙ্গা জন‌গোষ্ঠী‌রা সা‌ড়ে তিন হাজার বছর ধ‌রে রাখাই‌নে বসবাস কর‌ছে। তারা কোন ভা‌বেই বাঙা‌লি না। মিয়ানমার সরকার জা‌তিগতভা‌বে রো‌হিঙ্গা‌দের নিধন কর‌ছে। তাই তা‌দের পা‌শে কেউ দাড়া‌বেন না, তা‌দের প‌ক্ষে কথা বল‌বেন না। মায়ানমা‌রের প‌ক্ষে দাড়া‌নো মা‌নে গণহত্যা‌ ও মানবতা বিরোধী অপরাধ‌কে সমর্থন দেয়া।


মিয়ানমা‌রের ক্ষমতাসীন রাজ‌নৈ‌তিক দ‌লের নেত্রী সূ‌চির সমা‌লোচনা ক‌রে তি‌নি ব‌লেন, মিয়ানমা‌রে সু‌চির নেতৃত্বাধীন সরকার রো‌হিঙ্গা‌দের উপর যে হত্যা ধর্ষণ নি‌পিড়ন চালা‌চ্ছে সেটা মানবা‌ধিকা‌রের চরম লঙ্ঘন। বিশ্ব নেতৃবৃ‌ন্দের তো‌পের মু‌খে প‌ড়ে পড়ার ভ‌য়ে সু‌চি এবার জা‌তিসং‌ঘের সাধারণ অধিবেশনে যা‌বেন না।


বাংলা‌দেশ স্বাধীনতা প‌রিষ‌দের উপ‌দেষ্টা মণ্ডলীর সদস্য হা‌সিবুর রহমান মা‌নি‌কের সভাপ‌তি‌ত্বে মানববন্ধ‌নে আ‌রো উপ‌স্থিত ছি‌লেন, সা‌বেক স্বরাষ্ট্রমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগ নেতা এম এ ক‌রিম প্রমুখ।


‌বিবার্তা/ওরিন/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com