শিরোনাম
বিএনপির চক্রান্তে কাজ হবে না: নাসিম
প্রকাশ : ২৫ জুলাই ২০১৭, ১৪:৫৭
বিএনপির চক্রান্তে কাজ হবে না: নাসিম
ফাইল ছবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির কোনো ধরনের চক্রান্তে কাজ হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

 

মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

 

মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি সবসময় চক্রান্ত করে ক্ষমতায় এসেছে। এবারও দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে চক্রান্ত শুরু করেছে। কারণ, তাদের কথাবার্তায় এ অাশঙ্কা প্রকাশ পাচ্ছে। তবে কোনো চক্রান্তে কাজ হবে না।

 

নির্বাচনের আগে বিএনপির সঙ্গে আওয়ামী লীগ কোনো অালোচনা হবে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাসিম বলেন, নির্বাচনের আগে বিএনপির সঙ্গে অালোচনার প্রশ্নই আসে না। যারা দেশের মানুষের ওপর অত্যাচার-জুলুম করেছে, পুড়িয়ে হত্যা করেছে, তাদের সঙ্গে অালোচনার প্রশ্ন আসে না। বিএনপিকে নির্বাচন কমিশন অালোচনার জন্য ডেকেছে। সুতরাং তাদের আলোচনা হবে ইসির সঙ্গে।

 

আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, সংবিধান অনুযায়ী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন হবে। জনগণকে সাথে নিয়ে নির্বাচন হবে। গণতন্ত্রের শাসন অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর।

 

নির্বাচন কমিশনের প্রতি আস্থা রয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে সরকার থাকবে শেখ হাসিনা। সংবিধান অনুসারে স্বাধীন ইসি সুষ্ঠু নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবে। ইসির প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে।  

 

সংবাদ সম্মেলনে অারো উপস্থিত ছিলেন জাসদের সাধারণ সম্পাদক শিরিন অাক্তার, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হাসান বাদশা, সাম্যবাদি দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়ুয়া, আওয়ামী লীগের সাংগঠানিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।

 

বিবার্তা/ওরিন/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com