শিরোনাম
আ.লীগের গুলিতে গণতন্ত্র প্যারালাইজড: রিজভী
প্রকাশ : ২১ জুলাই ২০১৭, ১৫:৩০
আ.লীগের গুলিতে গণতন্ত্র প্যারালাইজড: রিজভী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দেশে যেভাবে আওয়ামী লীগ গুলি চালাচ্ছে তাতে গণতন্ত্র প্যারালাইজড হয়ে গেছে।


শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


‘বিএনপি নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করছে’ ওবায়দুল কাদেরের এমন বক্তব্যে রিজভী বলেন, নিজেদের চেহারা আয়নার সামনে দাঁড়িয়ে দেখে নিন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জনগণের কাছে আগে থেকেই একজন বিতর্কিত ব্যক্তি।


তিনি বলেন, ‘আপনাদের অধীনে নির্বাচন কখনোই সুষ্ঠু ও অবাধ হয়নি। সুতরাং আগামী সংসদ নির্বাচন দলনিরপেক্ষ ব্যক্তির অধীনে করতে এগিয়ে আসুন।’


তিনি আরও বলেন, দেশে যেভাবে গুম, খুন, গুপ্ত হত্যার ভয়াল পরিবেশে মানুষের মনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হচ্ছে তা দূর করার ব্যবস্থা করুন এবং অতি দ্রুত সুষ্ঠু নির্বাচনের ব্যাবস্থা করুন।


রিজভী বলেন, ৫৭ ধারার মাধ্যমে সাংবাদিকদের নির্যাতন করছে সরকার। আইনমন্ত্রী ৫৭ ধারা বাতিল করার কথা বললেও সেই স্থান থেকে ফিরে এসেছেন। গ্রেফতারকৃত সাংবাদিকদের অবিলম্বে মুক্তির দাবি জানান রিজভী।


সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন তৈমুর আলম খন্দকার, শহিদ উদ্দিন চৌধুরি এনি, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, অ্যাডভোকেট মাসুদ আজাদ তালুকদার, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, মীর শরাফাত আলী সপু প্রমুখ।


বিবার্তা/বিপ্লব/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com