শিরোনাম
‘খালেদার কার্যালয়ে আরো আগেই তল্লাশি করা উচিত ছিলো’
প্রকাশ : ২৪ মে ২০১৭, ১৬:১৩
‘খালেদার কার্যালয়ে আরো আগেই তল্লাশি করা উচিত ছিলো’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির গুলশান কার্যালয় গণতন্ত্রের নয়; বরং দেশের নিরীহ মানুষকে পেট্রলবোমা মেরে পুড়িয়ে মারার প্রতীক। বিএনপির এই কার্যালয়ে আরো অনেক আগে তল্লাশি চালানো দরকার ছিল। সরকার আদালতের নির্দেশ নিয়ে অনেক দেরিতে হলেও অভিযান চালিয়েছে।


বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উদ্যোগে আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির গুলশান কার্যালয়কে গণতন্ত্রের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। অথচ এই কার্যালয় থেকেই সরকার-বিরোধী আন্দোলনের নামে দেশের মানুষকে পুড়িয়ে মারার নির্দেশ দেয়া হয়েছিল। সেসময় দীর্ঘ ৯৩ দিন ধরে এ কার্যালয়ে বসেই বেগম খালেদা জিয়া দেশের মানুষকে পুড়িয়ে মারার নির্দেশ দিয়েছিলেন।


‘দল গুছিয়ে মাঠে নামবেন খালেদা জিয়া’ বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ড. হাছান বলেন, বিএনপির দল গোছানোর কার্যক্রম দেশের মানুষ ভালোভাবেই দেখতে পাচ্ছে। কেননা বিএনপি যেখানেই কোনো সভা-সমাবেশ করতে যাচ্ছে সেখানেই তারা মারামারি করছে।


ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি আন্দোলনের নামে দেশের নিরীহ মানুষকে হত্যা করায় জনগণ তাদের লাল কার্ড দেখিয়েছে। আবার দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করলে দেশের মানুষ এবার তাদের ‘ডাবল লালকার্ড’ দেখাবে।


বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উপদেষ্টা ও আওয়ামী লীগ নেতা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, অ্যাডভোকেট নাভানা আক্তার এমপি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি মো. জিন্নত আলী জিন্নাহ ও সাধারণ সম্পাদক শাহদাত হোসেন টয়েল প্রমুখ।


বিবার্তা/বিপ্লব/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com