শিরোনাম
মুক্তিযুদ্ধের আদর্শের প্রশ্নে আপস করবে না ওয়ার্কার্স পার্টি
প্রকাশ : ২৩ মে ২০১৭, ২৩:৫২
মুক্তিযুদ্ধের আদর্শের প্রশ্নে আপস করবে না ওয়ার্কার্স পার্টি
রাজশাহী ব্যুরো
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন, ‘মুক্তিযুদ্ধের আদর্শের প্রশ্নে ওয়ার্কার্স পার্টি কখনো আপস করবে না। ওয়ার্কার্স পার্টি মুক্তিযুদ্ধের আদর্শ ধরে রেখে রাজনীতিকে এগিয়ে নেবে।’


ওয়ার্কার্স পার্টির পবা উপজেলার উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-২ (সদর) আসনের এই সংসদ সদস্য এসব কথা বলেন।


তিনি বলেন, ‘রাজশাহীর জন্য নিঃস্বার্থভাবে কাজ করে চলেছি। উন্নয়নের জন্য অর্থ নিয়ে এসেছি। উন্নয়নের জন্য প্রথম দিন থেকে আমি সংসদে একের পর এক প্রস্তাব তুলে ধরেছি। আজ রাজশাহী অনেক পরিবর্তন হয়েছে।’


মঙ্গলবার বিকেলে রাজশাহী মহানগরীর কোর্ট স্টেশনে শহীদ জামিল চত্বরে এই জনসভার আয়োজন করা হয়। পার্টির জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা এতে সভাপত্বি করেন। বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য নুর আহ্মদ বকুল ও অ্যাডভোকেট টিপু সুলতান এমপি।


জনসভায় আরো বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সভাপতি লিয়াকত আলী লিকু, সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, জেলার সম্পাদক মণ্ডলির সদস্য কয়েস উদ্দিন প্রমুখ।


বিবার্তা/রিমন/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com