
আমরা একটু হিসাবি। সেজন্যই আমরা বলছি, দ্রুত নির্বাচন হওয়া দেশের জন্য মঙ্গল। এই সরকার যত বেশি দিন থাকবে ততই সমস্যা বাড়বে বলে মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, রাজনীতি যদি ভুল হয়, তাহলে সে দলের ভরাডুবি হয়। যেমন এখন একটা পরিবর্তন এসেছে, এটাকে বুঝতে হবে যে ছেলেরা কী বলছে। ছাত্ররা অনেক কথা বলছে, তাদের অধিকারও আছে। আমরা ১৫ বছর ধরে জান দিয়েছি, প্রাণ দিয়েছি। যখন বিভাগীয় সমাবেশ করতাম তখন আমরা বলতাম তরুণরা না আসলে বুক পেতে গুলি নেবে কে? আমরা বয়স্করা চিন্তা করি, আমার কী হবে? আমার পরিবারের কী হবে? কাজেই ছাত্রদের সঙ্গে কোনো দূরত্ব তৈরি করা যাবে না।
বিএনপি মহাসচিব বলেন, এই সরকার যত বেশি দিন থাকবে ততই সমস্যা বাড়বে। কারণ এই সরকারের কোনো মেন্ডেড নেই।
এমন কাজ না করি, যাতে দেশ অনিশ্চয়তার দিকে যায়।
মাওলানা ভাসানী ব্যতিক্রমী রাজনৈতিক নেতা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ভাসানী কিংবদন্তি, তিনি বিরাট বটগাছ। তার অভ্যুত্থান একদম সাধারণ পরিবার থেকে। তার ভেতরে একটা আগুন আছে। সমগ্র ভারতবর্ষে পাকিস্তান আন্দোলনের জন্য তিনি কাজ করেছেন। সর্বত্র তার বিচরণ ছিল। তার আদর্শ আজকের রাজনীতির সঙ্গে মিলিয়ে নিতে হবে। চাপিয়ে দেয়া বৈষম্যের বিরুদ্ধে ছিল তার আন্দোলন।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]