শিরোনাম
‘কুসিক নির্বাচনে প্রশাসন সরকার প্রার্থীর কাজ করছে’
প্রকাশ : ৩০ মার্চ ২০১৭, ১৫:১০
‘কুসিক নির্বাচনে প্রশাসন সরকার প্রার্থীর কাজ করছে’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপির সিনিয়র যুগ্ন মাহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে স্থানীয় প্রশাসন আওয়ামী লীগের হয়ে কাজ করছে। নির্বাচনে সরকারি দলের লোকজন কেন্দ্র দখলের পরিকল্পনাসহ কেন্দ্রে ধানের শীষের প্রার্থীদের প্রবেশে বাধা সৃষ্টি করছে।


বৃহস্পতিবার রাজধানীর নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


বেশকিছু কেন্দ্রের ছাত্রলীগের কর্মীরা নির্বিঘ্নে ভোট গ্রহণ বাধাগ্রস্থ করছে অভিযোগ করে রিজভী বলেন, ২১ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের কর্মী কবির ভূঁইয়া ও চঞ্চলের নেতৃত্বে বহিরাগতরা কেন্দ্র ঢুকে ব্যালট পেপার ছিনতাই করে নৌকায় সিল মারতে থাকে। প্রিজাইডিং অফিসার ফরিদউদ্দীন ছাত্রলীগ কর্মী নিজামউদ্দীনকে ব্যালট পেপারসহ জব্দ করলেও পরে তাকে রহস্যজনক কারণে ছেড়ে দেয়।


তিনি বলেন, ২৭ নম্বর ওয়ার্ডে ধনাইতরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরিকল্পনামন্ত্রী লোটাস কামালের অনুসারী হাসু চেয়ারম্যান, রেলমন্ত্রী মুজিবুল হকের অনুসারী শাহজালাল চেয়ারম্যানের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা ধানের শীষের এজেন্টদের বের করে নৌকা প্রতীকে সিল মারছে।


রিজভী বলেন, ২০ নম্বর ওয়ার্ডের করিম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাইনে দাঁড়ানো ভোটারদেরকে নৌকা প্রতীকের ভোট দিতে চাপ প্রয়োগ করছে এবং ধানের শীষের প্রতীকের ভোটারদের বের হয়ে যেতে চাপ সৃষ্টি করছে। নতুবা গ্রেফতার করা হবে বলে হুমকি দেয়া হচ্ছে। এমন নানা রকম অনিয়মে কুমিল্লার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।


বিবার্তা/বিপ্লব/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com