শিরোনাম
কুসিকে নৌকায় ভোট চাইলেন যুবলীগ চেয়ারম্যান
প্রকাশ : ২৫ মার্চ ২০১৭, ১৮:৪৮
কুসিকে নৌকায় ভোট চাইলেন যুবলীগ চেয়ারম্যান
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আগামী ৩০ মার্চ অনুষ্ঠেয় কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার পক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার কুমিল্লা টাউন হলে এ সভা হয়। যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমানের সভাপতিত্বে ও এম শাহাদাৎ হোসাইন তছলিমের পরিচালনায় প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।


প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। সভায় শুভেচ্ছা বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, কেন্দ্রীয় কমিটির সদস্য এস.এম কামাল হোসেন, কেন্দ্রীয় নেতা আলাউদ্দিন চৌধুরী নাসিম।


যুবলীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে বক্তব্য দেন, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরণ, আব্দুস সাত্তার মাসুদ, অধ্যাপক এ.বি.এম আমজাদ হোসেন, ইঞ্জিনিয়ার নিখিল গুহ, শাহজাহান ভূইয়া মাখন, জাকির হোসেন খান, আনোয়ারুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মহি, সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক আজাহার উদ্দিন, সম্পাদক মন্ডলীর সদস্য কাজী আনিছুর রহমান, মিজানুল ইসলাম মিজু, শাহাজালাল, মোহাম্মদ ইসলাম, রফিকুল ইসলাম চৌধুরী, ইকবাল মাহমুদ বাবলু, শ্যামল কুমার রায়, মিজানুর রহমান মিজান, তারিক আল হাসান লিউ, ঢাকা মহানগর যুবলীগ উত্তর সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব হোসেন স্বপন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।



প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, সারাদেশে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের জোয়ার বইছে। কিন্তু কুমিল্লা সিটি কর্পোরেশনের নাগরিকরা উন্নয়ন থেকে বঞ্চিত। কুমিল্লা সিটি কর্পোরেশনের উন্নয়নের লক্ষ্যে একই সাথে জাতীয় রাজনীতিতে সন্ত্রাস, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বেগম খালেদা জিয়ার ধ্বংসের রাজনীতি ও ষড়যন্ত্রের রাজনীতি প্রতিহত করতে আসন্ন নির্বাচনে আঞ্জুম সুলতানা সীমার বিজয় নিশ্চিত করতে নৌকা প্রতীকে ভোট দানের আহবান জানাই।


কুমিল্লা সিটি কর্পোরেশনকে আধুনিক ও নান্দনিক শহরে পরিণত করতে সীমাকে নৌকায় ভোট দিন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতাকর্মীদের এ বিজয় অর্জনের লক্ষ্যে প্রতিটি ভোটারের কাছে আগামী ৩ দিন ভোট প্রার্থনা এবং নির্বাচনের দিনে প্রতিটি ভোট কেন্দ্রে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি।


বিবার্তা/বিজ্ঞপ্তি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com