শিরোনাম
কমিটি অনুমোদনের এখতিয়ার শুধু সংশ্লিষ্ট ছাত্রলীগ নেতৃবৃন্দের
প্রকাশ : ২৩ মার্চ ২০১৭, ২০:৩৬
কমিটি অনুমোদনের এখতিয়ার শুধু সংশ্লিষ্ট ছাত্রলীগ নেতৃবৃন্দের
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ব্যতীত অন্য কেউ ছাত্রলীগের কোনো কমিটির অনুমোদন দেয়ার ক্ষমতা রাখেন না বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। বৃহস্পতিবার সংগঠনটির নির্বাহী সংসদের জরুরি এক সিদ্ধান্তে একথা জানানো হয়।


সংগঠনটির গঠনতন্ত্র মোতাবেক গৃহীত ওই সিদ্ধান্ত অনুযায়ী, ছাত্রলীগের জেলা ইউনিট, উপজেলা, থানা, হল, কলেজ, পৌরসভা, ইউনিয়ন, স্কুল-মাদ্রাসা ও ওয়ার্ড কমিটির অনুমোদন শুধুমাত্র বাংলাদেশ ছাত্রলীগের সংশ্লিষ্ট নেতৃবৃন্দই দিতে পারবেন।


বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক ও যুগ্ম আহবায়ক ব্যতীত কোনো মন্ত্রী, এমপি বা বিলুপ্ত কমিটির কোনো নেতা এই অনুমোদন দেয়ার এখতিয়ার রাখেন না। এমনকি সভাপতি কিংবা সাধারণ সম্পাদক যে কোনো একজনের অনুমোদিত কমিটিও গ্রহণযোগ্য নয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


গঠনতন্ত্র পরিপন্থী কোনো কমিটি ছাত্রলীগ অনুমোদন দিতে পারে না উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এমন কমিটি গঠিত হলে কিংবা কেউ এমন কমিটির সভাপতি বা সাধারণ সম্পাদক দাবি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/বিজ্ঞপ্তি/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com