
আওয়ামী লীগ ও তাদের স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে জাতীয় পার্টির প্রার্থীদের কেউ কেউ নির্বাচন থেকে সরে যাচ্ছে বলে জানিয়ে পার্টির মহাসচিব ও কিশোরগঞ্জ-৩ আসনের লাঙ্গলের প্রার্থী মুজিবুল হক চুন্নু বলেছেন, আওয়ামী লীগ ও তাদের স্বতন্ত্র প্রার্থীরা সারা দেশে বিপুল পরিমাণ টাকা খরচ করছে। আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে জাতীয় পার্টির কিছু কিছু প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন।
২ জানুয়ারি, মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কাজলা গ্রামে নিজের বাড়িতে সাংবাদিকদের এসব কথা বলেন মুজিবুল হক চুন্নু।
তিনি বলেন, সারা দেশে আমরা জাতীয় পার্টির অনেক প্রার্থী দিয়েছি। তাদের সকলের অবস্থা সমান না। অনেকেই আওয়ামী লীগের প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছেন না। তারা বিপুল পরিমাণ টাকা খরচ করছেন।
তিনি আরও বলেন, আমরা কেন্দ্র থেকে জাপা প্রার্থীদের কোনো আর্থিক সাপোর্ট দিতে পারছি না। এজন্যই হয়তো তাদের অনেকটা হতাশা আছে এবং হতাশা থেকেই অনেকেই নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। আমরা সার্বিক অবস্থা এখনো পর্যবেক্ষণ করছি।
চুন্নু বলেন, আমি নির্বাচন নিয়ে এলাকায় ব্যস্ত আছি। দলের চেয়ারম্যান নিজের এলাকায়। তাই বিষয়টি সমন্বয় করতে পারছি না। তবে নির্বাচনে এখনও সার্বিক পরিবেশ সঠিক আছে বলে মন্তব্য করেন জাপা মহাসচিব।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]