দেশের কোথাও কোনো সমস্যা নেই: পরিকল্পনামন্ত্রী
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ১৩:১১
দেশের কোথাও কোনো সমস্যা নেই: পরিকল্পনামন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের সব কিছু স্বাভাবিক আছে। কোথাও কোনো সমস্যা নেই মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, মাঠে কৃষক কাজ করছে, যানবাহন চলাচল করছে, কোথাও কোনো কাজ আটকে নেই। এরপরও নাশকতামূলক কোনো কাজ করলে প্রশাসন দেখবে। কারা মানুষকে উস্কানিমূলক কথা বলছে, কারা নাশকতার কথা বলছে মানুষ জানে।’


রবিবার (২৪ ডিসেম্বর) সকালে ১১টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে
তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, ‘এ বছর আমাদের জিডিপি ৬ দশমিক ৫ হবে। আইএমএফ ও বিশ্ব ব্যাংকের সবশেষ প্রতিবেদনে বলা হয়েছে, দেশে রিজার্ভের কোনো সংকট নেই। রিজার্ভ বাড়বে কমবে এটা কোনো বিষয় না। ভারত পাকিস্তানের চেয়ে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী অবস্থানে আছে।’


পরে তিনি সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে নির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজিত বিশেষ আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভায় যোগদান করেন।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com