যারা বলেছিল ‘টেকব্যাক বাংলাদেশ’ তাদেরকে রেডকার্ড দেখিয়েছে জনগণ: সাদ্দাম
প্রকাশ : ১৬ মে ২০২৪, ২০:৪৪
যারা বলেছিল ‘টেকব্যাক বাংলাদেশ’ তাদেরকে রেডকার্ড দেখিয়েছে জনগণ: সাদ্দাম
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

যারা ‘টেকব্যাক বাংলাদেশ’ তাদেরকে বাংলাদেশের জনগণ রেডকার্ড দেখিয়েছে বলে মন্তব্য করে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, যারা বাংলাদেশের গণতন্ত্রকে বলেছিলো ‘ত্রুটিপূর্ণ’ তারাই আবার গতকাল বলছে আস্থার পুনঃনির্মাণ। যারা বলেছিল বাংলাদেশে ‘লু হাওয়া’ প্রবাহিত হবে তারা দেখছে বাংলাদেশে পরিবর্তনের হাওয়া প্রবাহিত হচ্ছে।


১৭ মে, বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ‘তুমি দেশের, তুমি দশের’ শীর্ষক এ শোভাযাত্রা ও সমাবেশ আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ।


বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য পাদদেশে গিয়ে শেষে হয়। পরে সেখানে সমাবেশ করে সংগঠনটি।


সমাবেশে ছাত্রলীগ সভাপতি বলেন, আমাদের নাগরিক অধিকারের মৌলিক বিষয়বস্তু ভোটের অধিকার, যেখানে প্রজাতন্ত্রের মালিক হচ্ছে জনগণ। এই মৌলিক সাংবিধানিক কথাটি আমাদের জীবনের সাথে জড়িত। সেই মৌলিক সাংবিধানিক বাস্তবতাকে অস্বীকার করে সামরিক স্বৈরশাসকেরা অবৈধ ক্ষমতা দখলের মাধ্যমে দেশে রাজনৈতিক তান্ডব চালিয়েছে, হত্যাকাণ্ড করেছে, দেশ বিক্রির রাজনৈতিক কর্মকাণ্ড করেছে। বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা আমাদের রাজনৈতিক অধিকার প্রত্যাবর্তন করেছেন। রাজনৈতিক অর্জন ছাড়াও এ দেশে সাধারণ মানুষের জীবন জয়- জীবন বদলে গেছে শেখ হাসিনার এই প্রত্যাবর্তনের মাধ্যমে।


সাদ্দাম হোসেন আরও বলেন, আমরা জানি আজকের এই দিনেও ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের মানুষ এর জীবন নিয়ে ছিনিমিনি খেলে ক্ষমতায় আসার ব্লু প্রিন্ট তৈরি করছে তথাকথিত রাজনৈতিক দল।


সমাবেশে ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, শেখ হাসিনার হাত ধরে আজ বাংলাদেশ সামনের দিকে এগিয়ে চলেছে। ১৯৯০ সালে তিনি তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনের ডাক না দিলে তা হত না। সেদিন তিনি সারা বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন বলে আজ শোষণের হাত থেকে বাংলার মানুষ মুক্তি পেয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে আজ শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার হয়েছে। রাজাকার ও মৌলবাদীদের হাত থেকে আজ বাংলাদেশ নিষ্পত্তি পেয়েছে।


তিনি আরও বলেন, আজকে দেশনেত্রী ফিরেছিলেন বলে আজকে বাংলার মানুষ ডিজিটাল বাংলাদেশ দেখতে পেয়েছে। আপনি (শেখ হাসিনা) জীবনকে তোয়াক্কা না করে সেদিন এসেছিলেন বলেই আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।


ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় সমাবেশে আর ও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, সংগঠনটির ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম, মহানগর দক্ষিণ শাখা ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক সজল কুন্ডু প্রমুখ।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com