হঠাৎ ডিবি কার্যালয়ে বিএনপির বহিষ্কৃত নেতা আখতার
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ১৯:১৪
হঠাৎ ডিবি কার্যালয়ে বিএনপির বহিষ্কৃত নেতা আখতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে গেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান।


১৪ ডিসেম্বর, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে প্রবেশ করেন তিনি।


জানা যায়, আখতারুজ্জামান ব্যক্তিগত সমস্যার কারণে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে দেখা করতে এসেছেন।


এর আগে, বিকেলে বাতিল হওয়া প্রার্থিতা আপিলে ফিরে পান বিএনপির বহিষ্কৃত এই নেতা। নির্বাচনী হলফনামায় মামলার তথ্য ও ব্যাংক ঋণের তথ্য গোপন করায় আখতারুজ্জামানের মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। পরে ইসিতে আপিল শুনানিতে স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামানের প্রার্থিতা বাতিলের আবেদন নামঞ্জুর করে মনোনয়নপত্র বৈধতা ঘোষণা করা হয়।


এসময় আখতারুজ্জামান বলেন, প্রার্থিতা ফিরে পেলাম। আমার প্রাণপ্রিয় দল বিএনপি থেকে বিদ্রোহ করে এসেছি নির্বাচন দেখতে। একটি জিনিস দেখতে যে সরকার সঠিক সুষ্ঠু নির্বাচন দেয় কি না।


তিনি আরও বলেন, খালেদা জিয়াকে মুক্ত করতে নির্বাচনে দাঁড়িয়েছি। যতক্ষণ পর্যন্ত খালেদা জিয়ার মুক্তি হবে না, ততক্ষণ পর্যন্ত আমার বিজয় হবে না। আমি দেশমাতা খালেদা জিয়াকে মুক্ত করে আনব।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com