নওগাঁয় নৌকা ও জাতীয় পার্টির প্রার্থীকে শোকজ
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ২১:১১
নওগাঁয় নৌকা ও জাতীয় পার্টির প্রার্থীকে শোকজ
নওগাঁয় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অপরাধে নওগাঁ-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহিদুজ্জামান সরকার ও একই আসনের জাতীয় পার্টির প্রার্থী তোফাজ্জল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচন অনুসন্ধান কমিটি।


৫ ডিসেম্বর, মঙ্গলবার বিকেলে দুইজনকে আলাদা পত্রের মাধ্যমে বিষয়টি অবহিত করা হয়েছে।


নওগাঁ-২ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সিনিয়র সহকারী জজ মোঃ আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, ৩০ নভেম্বর তারিখে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য শহিদুজ্জামান সরকারের উপস্থিতিতেই দলীয় নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন করে। আর ৩ ডিসেম্বর থেকে কয়েকদিন জাতীয় পার্টি প্রার্থী এ্যাডভোকেট তোফাজ্জাল হোসেনের লোকজন রঙিন ব্যানার ফেস্টুন লাগিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করেন। তা বিভিন্ন গণমাধ্যমসহ বেশ কিছু জায়গায় উঠে আসে। যা নির্বাচনি আচরণবিধির ২০০৮ এর ৬ (ঘ) ও ১২ নং বিধির সুস্পষ্ট লঙ্ঘন।


তাই আগামী ১০ ডিসেম্বর দুপুরে অস্থায়ী সিনিয়র সহকারী জজ আদালতের কার্যালয়ে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ প্রদান করা হয় ওই চিঠিতে।


এ বিষয়ে কথা বলতে চাইলে শহিদুজ্জামান সরকার ফোন রিসিভ করেননি।


এব্যাপারে এ্যাড. তোফাজ্জল হোসেন জানান, তিনি মিছিল মিটিং করেননি। বরং অন্যরা আচরণবিধি ভঙ্গ করছেন। কেবলমাত্র নিজ আসনে জাতীয় পার্টির একটি দলীয় অফিস উদ্বোধন করেছেন বলেও জানান তিনি।


জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মাওলা ঘটনার সত্যতা শিকার করেছেন। তবে এর চেয়ে বেশি কিছু বলতে রাজি হননি তিনি।


বিবার্তা/শামীম/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com