আ. লীগ শরীকদের গুরুত্ব দেয়, তাই জোটগতভাবে নির্বাচন করে: তথ্যমন্ত্রী
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৬:৪২
আ. লীগ শরীকদের গুরুত্ব দেয়, তাই জোটগতভাবে নির্বাচন করে: তথ্যমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ চাইলে এককভাবে নির্বাচন করতে পারে। শরীকদের গুরুত্ব দেয়, তাই জোটগতভাবে নির্বাচন করে। এবারও ১৪ দল জোটগতভাবেই নির্বাচনে করবে।


৫ ডিসেম্বর, মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।


হাছান মাহমুদ বলেন, প্রায় ৩০০ আসনে প্রার্থী দিয়ে নির্বাচনের ঘোষণা দেয়ায় জাতীয় পার্টিকে ধন্যবাদ। জাতীয় পার্টির সঙ্গে ২০০৮ সালে মহাজোটগতভাবে নির্বাচন করেছিলাম। এবারও তাদের সঙ্গে কৌশলগত জোট হওয়ার সম্ভাবনা আছে।


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, বিএনপির কর্মসূচি বলতে চোরাগোপ্তা হামলা করে গাড়ি পোড়ানো, মানুষের ওপর হামলা করা। তারা তাদের সন্ত্রাসীদের নামিয়েছে। যারা নেশাখোর, তাদের হাতে টাকা দিয়ে তাদের দিয়েও এগুলো করাচ্ছে। বিএনপি-জামায়াত একটি দুষ্কৃতিকারী সংগঠনে রূপান্তরিত হয়েছে। আমরা দুষ্কৃতিকারীদের দমন করার লক্ষ্যে কাজ করছি, আমরা দুষ্কৃতিকারীদের নির্মূল করতে বদ্ধ পরিপক্ক।


তিনি আরও বলেন, এবার প্রায় ২৭ শতাংশ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। অন্যান্য বারের তুলনায় এবারের বাতিলের হারটা একটু বেশি।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com