আজ-কালের মধ্যেই আসন ভাগাভাগির সিদ্ধান্ত: কাদের
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৩:১০
আজ-কালের মধ্যেই আসন ভাগাভাগির সিদ্ধান্ত: কাদের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দ্বাদশ সংসদ নির্বাচনেআওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সঙ্গে আসন ভাগাভাগির সিদ্ধান্ত আজ-কালের মধ্যেই পরিষ্কার হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আসন ভাগাভাগির বিষয়ে জোটের সঙ্গে অবশ্যই সমঝোতা হবে। আজকালের মধ্যে বিষয়টি পরিষ্কার হবে।


মঙ্গলবার (৫ডিসেম্বর) দুপুরে ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাত কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।


ওবায়দুল কাদের বলেন, আসন ভাগাভাগি নিয়ে ১৪ দলের সঙ্গে ২/১ দিনের মধ্যে আওয়ামী লীগের সমঝোতা হবে। ১৪ দলের দাবি থাকতেই পারে তবে আওয়ামী লীগ জনপ্রিয়দের মূল্যায়ন করবে।


তিনি বলেন, নির্বাচনে জিতার মতো প্রার্থীকে বেশি গুরুত্ব দেয়া হবে। চৌদ্দ দলের সাথে মূল আলোচনা হয়েছে রাজনৈতিক প্রসঙ্গে।


কাদের বলেন, প্রার্থীতা বাতিল করা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। নির্বাচনী আচরণবিধি লংঘন করে কোনো অবস্থায় স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনে বাঁধা নেই।


তিনি বলেন, আওয়ামী লীগ একতরফা নির্বাচন করছে না বরং যারা গুজব ছড়াচ্ছে তারাই নির্বাচনে একতরফা বাধা দিচ্ছে। নির্বাচনী আচরণবিধি লংঘন করে কেউ কাউকে বাধা দিতে পারবে না।


কাদের বলেন, আমাদের মুল লক্ষই হলো দেশরক্ষা করা। স্বতঃস্ফূর্ত ভোটার উপস্থিতির মাধ্যমেই আওয়ামী লীগ সকল কিছু জবাব দেবে।


বিবার্তা/সোহেল/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com