নৌকার মনোনয়ন: বাদ পড়লেন ৩ কেন্দ্রীয় নেতা, যুক্ত হলেন ১৫ জন
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ১৯:১১
নৌকার মনোনয়ন: বাদ পড়লেন ৩ কেন্দ্রীয় নেতা, যুক্ত হলেন ১৫ জন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে বাদ পড়েছেন আওয়ামী লীগের ৩ কেন্দ্রীয় নেতা। আর নতুন করে মনোনয়ন পেয়েছেন ১৫ জন।


২৬ নভেম্বর, রবিবার বিকেল সোয়া ৪টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


বর্তমানে দলটির কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন ৭৮ জন। এর মধ্যে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির কেন্দ্রীয় কমিটির ৩৮ নেতা।


দলের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ আসনের বর্তমান এমপি। তাকে বাদ দিয়ে দলের মনোনয়ন দেয়া হয়েছে মাহাবুব উর রহমানকে।রংপুর- ৫ থেকে এবার মনোনয়ন বঞ্চিত হয়েছেন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান এমপি। তার আসনে এবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন রাশেক রহমান। এছাড়া কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য। তার জায়গায় মনোনয়ন পেয়েছেন ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি এইচ এম ব‌দিউজ্জামান সোহাগ।


দলের সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে আটজন বর্তমানে এমপি হিসেবে রয়েছেন। এর মধ্যে বাদ পড়েছেন একজন। বাকি সাতজনের সাথে এবার নতুন করে সভাপতিমণ্ডলীর চার সদস্যকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। তারা হলেন- ফরিদপুর-৪ আসনে কাজী জাফর উল্লাহ, চাঁদপুর-২ আসনে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম), ঢাকা- ১৩ আসনে জাহাঙ্গীর কবির নানক, ফরিদপুর-১ আসনে আব্দুর রহমান।


দলের তিন যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমানে সংসদ সদস্য হিসেবে রয়েছেন। তাদের পাশাপাশি এবার ঢাকা-৮ আসনে দলের মনোনয়ন পেয়েছেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম।


সম্পাদকমণ্ডলীর সদস্যদের মধ্যে এবারই প্রথম মনোনয়ন পেয়েছেন বরিশাল-৪ আসনে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, লক্ষ্মীপুর-৪ আসনে কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, চাঁদপুর-১ আসনে তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, কুমিল্লা-১ আসনে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।


আওয়ামী লীগের ৮জন সাংগঠনিক সম্পাদকের মধ্যে মনোনয়ন পেয়েছেন ৬ জন। এরমধ্যে দু'জন বর্তমানে সংসদ সদস্য হিসেবে রয়েছেন। এবারই মনোনয়ন দেয়া হলো নেত্রকোণা-৫ আসনে আহমদ হোসেন, খুলনা-৩ আসনে এস এম কামাল হোসেন, মৌলভীবাজার-২ আসনে শফিউল আলম চৌধুরী নাদেলকে।


দলের কেন্দ্রীয় কমিটির সদস্য রয়েছেন ২৭ জন। এর মধ্যে এবার মনোনয়ন পেয়েছেন ৭ জন। তিনজন বর্তমানে সংসদ সদস্য হিসেবে রয়েছেন। আগামী নির্বাচনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতার জন্য তাদের পাশাপাশি মনোনয়ন পেয়েছেন- হবিগঞ্জ-১ আসনে ডা. মুশফিক হোসেন চৌধুরী, ঢাকা-৪ আসনে সানজিদা খানম ও ঢাকা-৬ আসনে মোহাম্মদ সাঈদ খোকন।


বিবার্তা/সোহেল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com