বিএনপির সামনে কোনো পথ খোলা নেই : শামীম ওসমান
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ০২:০৬
বিএনপির সামনে কোনো পথ খোলা নেই : শামীম ওসমান
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপির সামনে কোনো পথ খোলা নেই। তারা বড় বড় কথা বলে লজ্জায় পড়ে গেছে। মানুষও থুতু দিচ্ছে। লন্ডন থেকে বসে অনেক মানুষের জীবন নষ্ট করছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।


শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন আহমেদের সহধর্মিনী শামীম আরা নাজিমের মৃত্যুবার্ষিকীতে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। ভুইগড় হাজী পান্দে আলী উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন করা হয়।


শামীম ওসমান বলেন, ‘তারেক রহমান একটা কাপুরুষ। সে তার মায়ের খবয় নেয় না। যে কি না নিজের মায়ের খবর রাখে না, নিজের মা অসুস্থ তার খবর রাখে না, সে আবার দেশের খবর রাখবে কিভাবে?’


তিনি বলেন, ‘বিএনপির যে ছেলেটা গাড়িতে আগুন দিচ্ছে নির্বাচনের পরে তাদের বাঁচাতে পারবো না। যেকোনোভাবেই তাদের রেকর্ড থেকে যাচ্ছে। অভিভাবকদের অনুরোধ সন্তানদের বিরত রাখার জন্য। লন্ডন থেকে বসে হুকুম দেওয়া সহজ। যারা আগুন দিচ্ছে তাদের সাজা হবে। সবাই আইনের আওতায় চলে আসবে।’


‘নির্বাচন হচ্ছে আমাদের দেশে, অন্যরা কেন হস্তক্ষেপ করবে’— এমন প্রশ্নে শামীম ওসমান বলেন, ‘বাংলাদেশে কারও দয়া নিয়ে স্বাধীন হয়নি। এদেশের ৩০ লাখ মানুষ জীবন দিয়েছি। দুই লাখ মা-বোন সম্ভ্রম হারিয়েছে। এরপর যদি কেউ দাবিদার থাকে সেটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া আমাদের সরঞ্জাম দিয়েছে। তাদের হাজার হাজার সৈন্য আমাদের জন্য জীবন দিয়েছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’


এমপি শামীম ওসমান বলেন, ‘ভৌগোলিক সীমারেখার কারণে এ জায়গাকে নিয়ন্ত্রণ করার জন্য একটি শক্তি অভ্যন্তরীণভাবে প্রবেশ করতে চায়। সে সুযোগটাই নিতে চাচ্ছিল এবং বিএনপি-জামায়াত চেয়েছিল বাংলাদেশে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হোক। সেই ইচ্ছা পূরণ হয়নি, পূরণ হবে না।’


এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু, নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক মানিক চাঁন ও আওয়ামী যুবলীগ নেতা সাব্বির আহমেদ জুলহাসসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com