সিসিইউতে খালেদা জিয়া
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ১৯:৫৫
সিসিইউতে খালেদা জিয়া
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে।


২ নভেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে তার স্বাস্থ্যের অবনতি ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় সিসিইউতে নেওয়া হয়। বিএনপির মিডিয়া সেলের সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় এভারকেয়ার হাসপাতালের সপ্তম তলা কেবিন (রুম নম্বর-৭২০১) থেকে চতুর্থ তলায় সিসিইউতে (রুম নম্বর-৪২১৯) স্থানান্তর করা হয়েছে। তার মুখে অক্সিজেন পরানো ছিল।


এসময় চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও হাসপাতালের ডিউটি চিকিৎসক উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, গত ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ৭৮ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থাইটিস, ডায়াবেটিস, লিভার, কিডনি, ফুসফুস ও হৃদরোগে ভুগছেন। গত আড়াই মাসে কয়েক দফায় তাঁকে সিসিইউতে স্থানান্তর করা হয়।


বিবার্তা/এমই/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com