অবরোধ সমর্থনে ছাত্রদলের বিক্ষোভ
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ১০:৫০
অবরোধ সমর্থনে ছাত্রদলের বিক্ষোভ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় অবিলম্বে সরকারের পদত্যাগসহ ‌‘এক দফা’ দাবিতে মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে বিএনপির ডাকে টানা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।


এই অবরোধের সমর্থনে সকালে রাজধানীর টিটিপাড়া থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আউয়াল ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক পাভেল সিকদারের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা।


এসময় ডা. আউয়াল বলেন, ‘আপামর জনসাধারণের সমর্থনে সফল অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের বিজয় সুনিশ্চিত।’


এছাড়া অবরোধের সমর্থনে সকালে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে বকশিবাজার সড়ক অবরোধ ও রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নিজাম উদ্দিন রিপন, মহানগর দক্ষিণের সদস্য সচিব নিয়াজ মাহমুদ নিলয়সহ দক্ষিণের নেতাকর্মীরা।


এদিকে অবরোধ কর্মসূচির প্রথমদিনে মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর উত্তরা ও মহাখালীতে রেলপথ অবরোধ করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এসময় তারা কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন ও জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের মুক্তির দাবিতে স্লোগান দেয়।


একই সঙ্গে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, এবি পার্টি সহ কয়েকটি দল ও জোট অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে।


বিবার্তা/এমই/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com