আন্দোলন অব্যাহত থাকবে: ১২ দল
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ২২:১৫
আন্দোলন অব্যাহত থাকবে: ১২ দল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

১২ দলীয় জোটের শীর্ষ নেতারা বলেছেন, গ্রেফতার, নির্যাতন করে জনগণের ভোটের দাবি আদায়ের আন্দোলনকে দমন করা যাবে না। সরকারের পতন না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন অব্যাহত থাকবে।


৩০ অক্টোবর, সোমবার জোটের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। এতে দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে আগামী ৩১ অক্টোবর, ১ এবং ২ নভেম্বরের অবরোধ কর্মসূচি সফল করারও আহ্বান জানানো হয়।


বিবৃতিতে বলা হয়েছে, শেখ হাসিনা সরকার বিরোধী নিয়মতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন করে আবারও ১৪ সালের মতো ভোটারবিহীন নির্বাচন করে ক্ষমতা ধরে রাখতে চাইছে। জনগণ সরকারের এই দুরভিসন্ধি বাস্তবায়ন হতে দেবে না।


বিবৃতিতে তারা বিএনপি ও ১২ দলীয় জোটসহ সকল বিরোধী দলের ২৮ অক্টোবরের মহাসমাবেশে পুলিশের হামলা, গুলি, লাঠিচার্জ, টিয়ার সেল নিক্ষেপ এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতাকর্মীদের গ্রেফতার-নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


নেতারা বলেন, ১২ দলীয় জোটের সমন্বায়ক জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদাসহ অন্যান্য নেতাদের হয়রানি ও অপদস্থ করা হচ্ছে। এই নিষ্ঠুরতা বন্ধ করে গ্রেফতার রাজনৈতিক নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবি এবং যুগপৎ আন্দোলনে শরিক সকল দলের নেতাকর্মীদের অযথা হয়রানি বন্ধের দাবি জানান তারা।


বিবার্তা/এমই/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com