অবৈধ সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না: গয়েশ্বর
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ২০:০৯
অবৈধ সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না: গয়েশ্বর
খুলনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শুধু বিএনপি নয়, দেশের সবগুলো গণতান্ত্রিক রাজনৈতিক জোট ঘোষণা দিয়েছে যে, বর্তমান অবৈধ সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না। দেশের মানুষ প্রমাণ করেছে শেখ হাসিনার পায়ের নিচের মাটি সরে গেছে। বিনা ভোটের সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দেশের ১৮ কোটি মানুষ। মানুষের পক্ষে অবস্থান নিয়েছে জাতিসংঘসহ পৃথিবীর প্রতিটি গণতান্ত্রিক দেশ। পৃথিবীর মোড়ল রাষ্ট্রগুলো বলেছে বাংলাদেশে গণতন্ত্র নেই, মানুষের ভোটাধিকার নেই।


শনিবার (১৬ সেপ্টেম্বর) একদফা দাবি আদায়ে ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় রোড মার্চ সফলের লক্ষ্যে সকাল সাড়ে ১০টায় খুলনা জেলা আইনজীবী মিলনায়তনে খুলনায় বিএনপির বিভাগীয় সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, যদি শান্তিপূর্ণ পন্থায় আপনারা পদত্যাগ না করলে জনগণের উত্তাল তরঙ্গে ভেসে যাবেন।


সভাপতির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু বলেছেন, শেখ হাসিনার ক্ষমতার আয়ু আর মাত্র দেড় মাসও নেই।


এরমধ্যে তাকে বিদায় নিতে হবে। কোনো ষড়যন্ত্র করেই আওয়ামী লীগ আর ক্ষমতা ধরে রাখতে পারবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। শেখ হাসিনার অধীনে দেশে আর কোনো সংসদ নির্বাচন হবে না। শেখ হাসিনার অধীনে কোনো সংসদ নির্বাচনে বিএনপিসহ কোনো বিরোধী দল অংশও নেবে না। ’৭১ সালে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন কোনো ভয় না পেয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তরুণরা। আজও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। এখনই সময়, ভয়াবহ সরকারকে সরিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।


সমন্বয় সভায় বিশেষ অতিথি ছিলেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান এড. নিতাই রায় চৌধুরী, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, কুষ্টিয়ার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব হোসেন, মেহেরপুর জেলা সভাপতি মাসুদ অরুন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, চুয়াডাঙ্গা জেলার আহ্বায়ক মাহমুদ হাসান বাবু, সদস্য সচিব শরিফুজ্জামান শরিফ, ঝিনাইদহ জেলার সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, মাগুরার আহ্বায়ক আলী আহমেদ, নড়াইলের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, যশোর সদস্য সচিব এড. সাবিরুল হক সাবু, দেলোয়ার হোসেন খোকন, সাতক্ষীরা আব্দুল আলীম, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জি. আকরাম হোসেন তালিম, এম এ সালাম, সাবেক সংসদ সদস্য শেখ মুজিবর রহমান, সৈয়দা নার্গিস আলী, কাজী আলাউদ্দিন, সাবিরা নাজমুল মুন্নি, আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু, স ম আ. রহমান, সাইফুর রহমান মিন্টু, এস এ রহমান, মোল্লা খায়রুল ইসলাম, কাজী মাহমুদ আলী, মো. রকিব মল্লিক, শের আলম সান্টু, মোস্তফাউল বারী লাভলু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, অধ্যাপক মনিরুল হক, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম খান, শেখ সাদি, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, এনামুল হক স্বজল, আজিজা খানম এলিজা, এড. তছলিমা খাতুন ছন্দা, এড. কানিজ ফাতেমা আমিন, সেতারা সুলতানা প্রমুখ।


সভা থেকে আগামী ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় রোড মার্চ সফল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।


বিবার্তা/তুরান/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com